scorecardresearch
 

স্ত্রীকে নোটিস পাঠিয়েই নতুন জীবন শুরু, ৪ মাস পর বাড়ি ফিরে বাবা-মাকে প্রণাম সৌমিত্রর

সোমবার সাংবাদিক সম্মেলনে সৌমিত্র খাঁ সুজাতাকে ঘরের লক্ষ্মী বলেছিলেন। আর তার পরে পাঠানো ডিভোর্সের আইনি নোটিসে মারাত্মক সব অভিযোগ এনেছিলেন বিষ্ণুপুরের সাংসদ। সৌমিত্রর আইনজীবী নোটিসে উল্লেখ করেন, বিয়ের পর থেকে সৌমিত্রকে পরিবারের থেকে আলাদা করার মন্ত্রণা দিয়ে চলতেন সুজাতা। সৌমিত্রর বাবা-মা এবং আত্মীয়দের সঙ্গেও ঝগড়া করতেন এবং তাঁদের গায়ে হাতও দিয়েছেন সুজাতা। এমনকি স্ত্রী তাঁকে মারধর ও গালিগালাজ করেছেন বলেও অভিযোগ এনেছেন সৌমিত্র। স্ত্রীকে আইনি নোটিস পাঠানোর পরেই বুধবার সাত সকালে বাঁকুড়ার দুর্লভপুর গ্রামে নিজের বাড়িতে হাজির হন সৌমিত্র।

Advertisement
সৌমিত্র খাঁ সৌমিত্র খাঁ
হাইলাইটস
  • মঙ্গলবার সুজাতা মণ্ডলকে ডিভোর্স নোটিস পাঠান সৌমিত্র
  • সেখানে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন
  • স্ত্রীকে বিচ্ছেদের নোটিস পাঠিয়েই বাড়ি ফিরলেন সাংসদ

গত সোমবার স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ তৃণমূলে যোগ দেওয়ার পর ভেঙে পড়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। কান্না ভেজা গলায় সৌমিত্র বলেছিলেন, "আজ পর্যন্ত আমি দোতলা বাড়ি বানাতে পারিনি। তার জন্য আমার ঘরে সুজাতা তুমি আসতে চাওনি তাতেও আমার বাবা মা কিছু বলেনি। কোনও দিন কষ্ট দেব বলে কষ্ট দিইনি।" এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই স্ত্রী সুজাতাকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছিলেন সৌমিত্র। আর এবার দীর্ঘ চার মাস পর  বাঁকুড়ার দুর্লভপুরে নিজের সেই বাড়িতে ফিরলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। শুধু বাড়িই ফিরলেন না, সেখানে বৃদ্ধ বাবা-মাকে প্রণাম করে নতুন জীবন শুরু করছেন এমন কথাও বললেন।

হনুমানের মত লাফিয়ে ভোটে জেতা যাবে না, শুভেন্দু গড়ে শাহ কে চ্যালেঞ্জ তৃণমূলের

সোমবার সাংবাদিক সম্মেলনে সৌমিত্র খাঁ সুজাতাকে ঘরের লক্ষ্মী বলেছিলেন। আর তার পরে পাঠানো ডিভোর্সের আইনি নোটিসে মারাত্মক সব অভিযোগ এনেছিলেন বিষ্ণুপুরের সাংসদ। সৌমিত্রর আইনজীবী নোটিসে উল্লেখ করেন, বিয়ের পর থেকে সৌমিত্রকে পরিবারের থেকে আলাদা করার মন্ত্রণা দিয়ে চলতেন সুজাতা। সৌমিত্রর বাবা-মা এবং আত্মীয়দের সঙ্গেও ঝগড়া করতেন এবং তাঁদের গায়ে হাতও দিয়েছেন সুজাতা। এমনকি স্ত্রী তাঁকে মারধর ও গালিগালাজ করেছেন বলেও অভিযোগ এনেছেন সৌমিত্র। স্ত্রীকে আইনি নোটিস পাঠানোর পরেই বুধবার সাত সকালে বাঁকুড়ার দুর্লভপুর গ্রামে নিজের বাড়িতে হাজির হন সৌমিত্র। নিজের নিকট আত্মীয়দের সঙ্গে বেশি কিছুক্ষণ সময়ও কাটান তিনি। এদিন সৌমিত্রর সঙ্গী ছিল বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকও। পরে সাংবাদিকদের সম্মেলনে বিষ্ণুপুরের সাংসদ বলেন, "মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে থাকে। সুজাতা  ভাল থাকুন। উন্নতি করুন। আমি দেশের জন্য কাজ করে যাব।" এদিনও পরিবারতন্ত্র নিয়ে সরব হন সৌমিত্র। বলেন, পরিবারতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে দেশের জন্য কাজ করেছি। আগামীতেও করে যাব। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙ্গুল তুলেই তৃণমূল ছেড়েছিলেন সৌমিত্র।

Advertisement

ঝগড়ুটে সুজাতা মারধর করত , আইনি নোটিসে কী বললেন সৌমিত্র?

বুধবার রামহরিপুর রামকৃষ্ণ মিশনেও যান সৌমিত্র খাঁ। সেখানে মহারাজদের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর মিশনে মধ্যাহ্নভোজও করে । এদিকে ছেলে সৌমিত্র খাঁর রাজনৈতিক অবস্থানে তাঁর  বাবা-মা সায় দিয়েছেন বলেই দাবি সাংসদের। 

স্বামী বিজেপির চাপেই ডিভোর্স নোটিস পাঠিয়েছেন বলে আগেই দাবি করেছিলেন সুজাতা।  তাই সৌমিত্রর পাঠানো ডিভোর্স নোটিস পেয়ে সুজাতা খান বলেছেন, 'আমি পতিব্রতা স্ত্রী, ডিভোর্সের কথা ভাবিই না, সৌমিত্রর দেওয়া সিঁদুর, নোয়া পরেই বেরিয়েছি। কাজেই সুজাতা যে কোনও ভাবেই সৌমিত্রকে ডিভোর্স দেবেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন। 

 

Advertisement