তৃণমূল বিধায়ক (TMC MLA) শীলভদ্র দত্ত (Shilbhadra Dutta) বিজেপি (BJP)-তে যোগ দিতেই গঙ্গাজল (Gangajal) দিয়ে রাস্তা 'শুদ্ধ' করলেন স্থানীয় বাসিন্দারা! ব্যারাকপুর (Barrackpore)-এর কুমোরপাড়া (Kumorpara)-এর ঘটনা। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-এর উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।
উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শীলভদ্র দত্ত (Shilbhadra Dutta) বিজেপিতে যোগ দেওয়ার পরই ব্যারাকপুর কুমোরপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে গোটা কুমোরপাড়া গঙ্গা জল দিয়ে শুদ্ধ করেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার তৃণমূল থেকে পদত্যাগ করেন শীলভদ্র। তিনি তাঁর পদত্যাগপত্র ইমেল মারফত পাঠিয়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। শুক্রবার সাংবাদিকদের দল থেকে পদত্যাগের বিষয়টি জানান। যদিও বিধায়ক পদ থেকে তিনি পদত্যাগ করেননি।
তারপর থেকেই জল্পনা জন্মেছিল তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন শীলভদ্র? অবশেষে শনিবার মেদিনীপুরের কলেজ ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে নাম লেখান শীলভদ্র।
বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক্তন তৃণমূল বিধায়ক শীলভদ্রের ব্যারাকপুর কুমোরপাড়ার কার্যালয়ের সামনে থেকে গোটা কুমোরপাড়া গঙ্গা জল দিয়ে 'শুদ্ধ' করেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের হাতে কোনও দলীয় পতাকা না থাকলেও প্রত্যেকেই সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। বিধায়কের দলীয় কার্যালয়ের সামনের গেটে মন্ত্রোচ্চারণ করে গঙ্গাজল ছেটানো হয়।
এই শুদ্ধিকরণে উপস্থিত স্থানীয় বাসিন্দা তাপস পাল জানান "তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজন বহিরাগত শীলভদ্র দত্ত (Shilbhadra Dutta)-কে আমাদের এখানকার জনপ্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন। আমরা তাঁকে ভোট দিয়ে জিতেয়েছি। আমাদের আশা ছিল, তিনি এলাকার উন্নয়ন করবেন, এলাকায় শান্তি বজায় রাখবেন। কিন্তু তিনি কোনও কাজই করেননি। তার বদলে গুন্ডারাজ কায়েম করেছেন, তোলাবাজি করেছেন। মানুষের সঙ্গে মেশেননি। জনগণের কোনও কাজ করেননি।"
তাঁর দাবি, "আমরা সাধারন মানুষ হিসেবে ওর কাছে গিয়ে বিব্রত হয়েছি। তাঁকে গুন্ডারা ঘিরে রাখত। ফলে আমরা ওঁর কার্যালয় যেতে ভয় পেতাম। কিন্তু আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এলাকাবাসীরা শান্তিতে থাকবে বলে আশা করছি। এতদিন শীলভদ্র দত্ত যতটুকু জায়গা পদচারণা করতেন বা ঘোরাঘুরি করতেন, সেইটুকু জায়গায় গঙ্গা জল দিয়ে পবিত্র করলাম। এর ফলে জায়গাটা পাপমুক্ত হল। এবার থেকে এই এলাকায় যেন শান্তি বিরাজ করে।"
ব্যারাকপুরের বাসিন্দা দেবযানী পান্ডে জানান, "শীলভদ্র দত্ত (Shilbhadra Dutta)-কে আমরা ব্যারাকপুরের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলাম। কিন্তু গত দশ বছরে গুন্ডারাজ, তোলাবাজি ছাড়া কিছু করেননি। উনি যে একজন গদ্দার, একজন বেইমান- সেটাকে প্রমাণ করে বিজেপিতে নাম লেখালেন। এতে আমরা ব্যারাকপুরবাসীরা ভীষণ শান্তি পেলাম এবং গুন্ডারাজের হাত থেকে মুক্তি পেলাম।"