বিজেপি সাংসদ জন বার্লা (John Barla)-র দাবি উড়িয়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha)-র প্রাক্তন প্রধান বিমল গুরুং (Bimal Gurung)। রবিবার তিনি সাফ জানালেন, তিনি তৃণমূলের সঙ্গে রয়েছেন। উত্তরবঙ্গে তাঁরা যৌথভাবে রাজনৈতিক কর্মসূচি নেবে। বিজেপিকে পাহাড়ে সমর্থন করার কোনও প্রশ্নই নেই।
এদিন তিনি মিরিকে সভা করেন। প্রায় সাড়ে তিন বছর পর তিনি আলে ময়দানে সভা করেন। উপস্থিত হয়েছিলেন মিরিক এবং আশপাশের এলাকার তাঁর সদস্য-সমর্থকরা।
বিমল গুরুং (Bimal Gurung) গোর্খাল্যান্ড (Gorlkhaland)-এর সমর্থনে স্লোগান তোলেন। তিনি অভিযোগ করেন, গোর্খাদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপি কিছুই করেননি। আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময় দিয়েছি। কিন্তু কিছুই পাযইনি। তাই আমরা দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।
গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন প্রধান বিমল গুরুং (Bimal Gurung)-এর বক্তব্য, বিজেপি নিজেদের রাজনৈতিক কর্মসূচি নিতেই পারে। আমরাও আমাদের রাজনৈতিক কর্মসূচি নেব। উত্তরবঙ্গের বাড়ি বাড়ি গিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে প্রচার চালাব।
তাঁর দাবি, পাহাড়ের মানুষ আর বিজেপির সঙ্গে নেই। বুথ লেভেলেও তাদের কোনও সমর্থক নেই। অনীত-বিনয় তাঁদের বিষয় নয়। আমরা গোর্খাল্যান্ড (Gorlkhaland)-এর স্লোগান দেব। কিন্তু ওরা দিতে পারবে না। আমরা রাজ্য সরকারের সঙ্গে হাত মেলাচ্ছি এবং সমঝোতা করব।
জামুনি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর অভিযোগ, এটা অনীত-বিনয় পাকিয়েছেন। তাঁরা ভেবেছেন যে আমি কার্শিয়াংয়ে দিন রয়েছি। হয় তো ৫ দিন ধরে আমি সেখানে রয়েছি। তাদের মনে হয়েছে আমি যদি কার্শিয়াংয়ে থাকি, তাদের সমর্থক সেখানে যাবেন। এবং আমার সঙ্গে যোগ দিতে চাইবেন। তাই জন্য এই ঘটনা ঘটিয়েছে।
এদিকে, গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha)-র প্রাক্তন প্রধান বিমল গুরুং (Bimal Gurung)- তাঁদের সঙ্গেই রয়েছেন। রবিবার আলিপুরদুয়ারে এই দাবি করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা (John Barla)। বিমলকে নিয়ে এদিন তিনি আরও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। জানান, বিমল গুরুং আবার ফিরে আসবেন। তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় মিথ্যে মামলা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
জন বার্লার দাবি, বিমল গুরুংয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী। এখন সেই মিথ্যা মামলাগুলো নিজেই তুলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এটা ভাল কাজ করেছেন মুখ্যমন্ত্রী। তবে বিমল গুরুং এখনও আমাদের সঙ্গেই আছেন। সময়মত সব দেখে নেবেন। বিমল গুরুং আবার ফিরে আসবেন।