West Bengal Election 2021: কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে মমতাকে নোটিশ কমিশনের

মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। এই নিয়ে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হল তাঁকে।

Advertisement
Bengal Election: কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে মমতাকে নোটিশ কমিশনেরMamata
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিশ নির্বাচন কমিশনের
  • দ্রুত উত্তর দিতে বলা হয়েছে মমতাকে
  • জওয়ানদের নিয়ে মন্তব্যের জেরে এই নোটিশ

দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ ধরাল নির্বাচন কমিশন। তাদের তরফে পাঠানো নোটিশে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমোকে। 

কেন পাঠানো হল নোটিশ? কমিশনের মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে উল্লেখ, ২৮ মার্চ ও ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যে মন্তব্য তিনি করেছিলেন, সেজন্য এই নোটিশ। ১০ তারিখের মধ্যে চিঠির উত্তর দিতেও বলা হয়েছে তৃণমূলের নম্বর ওয়ানকে। ২৮ তারিখ একটা সভা থেকে মমতা বলেন, 'কেন্দ্রীয় বাহিনীকে এত স্পর্ধা কে দিয়েছে যে, তারা মহিলাদের হুমকি দিচ্ছে, ভোট দানে বাধা দিচ্ছে? ২০১৯ সালে আমি একই জিনিস দেখেছিলাম। ২০১৬-তেও।'

 আবার বৃহস্পতিবার একটি সভামঞ্চ থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন মমতা। বলেন,  কমিশন আমাকে ১০ বার নোটিশ দিলেও আমি আমার অবস্থান থেকে সরব না। তাঁর অভিযোগ, নরেন্দ্র মোদী হিন্দু-মুসলিম নিয়ে মন্তব্য করেছিলেন। অথচ তাঁকে নোটিশ ধরানো হয়নি কমিশনের তরফে। এটা আসলে দ্বিচারিতা। প্রসঙ্গত, এর আগে বুধবার নির্বাচন বিধি ভাঙার অভিযোগে মমতাকে নোটিশ পাঠিয়েছিল কমিশন। তারকেশ্বরের সভা থেকে তাঁর বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ ওঠে। অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। 

পরে যদিও মমতা একটি সভা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সুর নরম করলেও  ঝাঁঝ বজায় রেখে বলেন 'কেন্দ্রীয় বাহিনীর প্রতি আমার সম্মান রয়েছে। তবে তারা দিল্লির নির্দেশে কাজ করছে। এতে আমার আপত্তি রয়েছে। তারা ভোটারদের প্রভাবিত করছে। মহিলাদের হেনস্থা করছে। BJP-কে ভোট দিতে জোর করছে জওয়ানদের একাংশ।'

 

 

POST A COMMENT
Advertisement