scorecardresearch
 

Mamata Banerjee : 'আগামিকাল থেকে বন্ধ সমস্ত লোকাল ট্রেন', ঘোষণা মমতার

আর কিছুক্ষণের অপেক্ষা। বেলা ১০টা ৪৫ মিনিটে তৃতীয় বারের জন্য শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাকিরা শপথ নেবেন বৃহস্পতিবার ও শুক্রবারে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। থাকবেন বড় নেতারাও।

Advertisement
শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি-এএনআই) শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি-এএনআই)
হাইলাইটস
  • তৃতীয় বারের জন্য শপথ নেবেন মমতা
  • থাকবেন পিকে সহ অনেকে
  • অনুষ্ঠানে থাকছে না বিজেপি
  • রাজ্যের ডিজি পদে ফিরলেন বীরেন্দ্র, এডিজি আইনশৃঙ্খলা পদে ফিরলেন জাভেদ শামিম। কোনও ঘটনা বরদাস্ত করা হবে না, পুলিশকে সাফ নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • কোনও সংস্থা বা ব্যক্তি চাইলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে করতে পারেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বাজার হাট খোলা থাকবে সকাল ৭টা-১০টা এবং বিকেল ৫টা-৭টা। ব্যাঙ্ক খোলা থাকবে ১০টা থেকে ২টো। বললেন মমতা। 
  • সমস্ত রাজনৈতিক জমায়েতে নিষেধাজ্ঞা। বিয়েতে ৫০ জনের বেশি জমায়েত নয়। আগামিকাল থেকে লোকাল ট্রেন বন্ধ। বললেন মমতা। 
  • মাস্ক ভাল করে পরার জন্য বলছি। বাজার করতে গেলে হাস স্যানিটাইজ করে যাবেন। বাজার থেকে জিনিস নিয়ে এশে গরম জলে ধুয়ে নিন। রাজ্য সরকারে অফিসে ৫০ শতাংশ উপস্থিত। শপিংমল, বার, রেস্তোরাঁ সুইমিং পুুল বন্ধ। সমস্ত সামাজিক, সাংস্কৃতিক জমায়েতে বিধিনিষেধ। বিয়েতে ৫০ জনের বেশি জমায়েত নয়। সরকারে রবীন্দ্রজয়ন্তী ভার্চুয়াল হবে। বললেন মমতা। 
  • 'গুরুতর রোগীকে যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয়। প্রায় দেড়কোটি ভ্যাকসিন দিয়েছি। ৩ কোটি চেয়েছি। সাংবাদিক, পরিবহণ কর্মী ও হকারদের আগে দেওয়া হবে।' বললেন মমতা।
  • 'আপাতত ইন্ডাস্ট্রিতে না দিয়ে রোগীদের জন্য ব্যবহার করছি। দেহ ৩ দিনের জন্য অপেক্ষা করতে হবে না। আমরা টেস্ট করে নেব। তারপর শেষকৃত্য করব', বৈঠকের পর বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
  • করোনা পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিনামূল্যে ভ্যাকসিনের আবেদন। সঙ্গে অক্সিজেন ও ওষুধের বিষয়টিও উল্লেখ চিঠিতে।
  • করোনা নিয়ে নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে সামিল জেলাশাসক, সিএমওএইচরাও। 
  • তৃতীয়বার শপথগ্রহণের জন্য ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। 
  •  

  • শপথ গ্রহণের পর নবান্নে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেওয়া হল গার্ড অফ অনার।
  • 'মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর তৃতীয় বারের শপথের জন্য অভিনন্দন। আমি আশা রাখব সরকার সংবিধান ও আইন মেনে চলবে। আমি আশা রাখব আইনের শাসন প্রতিষ্ঠা করতে সমস্ত পদক্ষেপ করবেন মুখ্যমন্ত্রী।' বললেন রাজ্যপাল
  • 'এই মুহূর্তে প্রথম গুরুত্ব দেওয়া হচ্ছে কোভিড মোকাবিলায়। নবান্নে গিয়েই বৈঠকে বসবো। সমস্ত রাজনৈতিক দলকে বলছি, শান্তি বজায় রাখুন। যদি কেউ অশান্তি করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পিছপা হব না। আমি শান্তির পক্ষে।' শপথ গ্রহণের পর বললেন মমতা। 
  • ৩ মিনিটের মধ্যেই সম্পন্ন শপথগ্রহণ। তারপর চলল ফটোসেশন। মানুষকে ধন্যবাদ জানালেন মমতা। 
  • শপথ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল
    শপথ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল
  • তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
  • রবিবার আরও একটি শপথগ্রহণ হবে। ওইদিন শপথ নেবেন মন্ত্রিসভার বাকি সদস্যরা। 
  • রাজ্যভবনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় ১০টা ৪৫ মিনিটে শপথ গ্রহণ করবেন মমতা। উপস্থিত রয়েছেন, প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, আলাপন বন্দ্যোপাধ্যায় সহ দল ও প্রশাসনের বিশিষ্ঠরা।
  • কালীঘাট থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু পরেই রাজভবনে শপথগ্রহণ তাঁর।
  • নবান্নে গার্ড অফ অনার দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানেও চলছে চূড়ান্ত প্রস্তুতি। 
  • রাজভবনে চলছে শপথের প্রস্তুতি। ১০টা ২৫ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানোর কথা রাজভবনে। ১০টা ৪৫ মিনিটে নেবেন শপথ। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শপথগ্রহণের পর হবে ফটোসেশন। সাড়ে ১১টা নাগাদ পৌঁছনার কথা নবান্নে। এদিন গার্ড অফ অনারও দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
  • সকাল ১০টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেজে উঠেছে কালীঘাট। চলছে জোর প্রস্তুতি। 
  • কিছুক্ষণ পরেই শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনে শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথির সংখ্যা কম। 
  • 'নন্দীগ্রামে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নৈতিকভাবে মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়', মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের। 
  •  

আর কিছুক্ষণের অপেক্ষা। বেলা ১০টা ৪৫ মিনিটে তৃতীয় বারের জন্য শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাকিরা শপথ নেবেন বৃহস্পতিবার ও শুক্রবারে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। থাকবেন বড় নেতারাও। এছাড়াও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও। আমন্ত্রিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বও। তবে নির্বাচনের ফল ঘোষণার পর যেভাবে তাঁদের দলীয় কর্মী সমর্থকদের ওপরে হামলা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে বিজেপি শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি দিলপ ঘোষ। অন্যদিকে এই হামলার প্রতিবাদে এদিন ধরনায় বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 

Advertisement