নির্বাচনী বাংলায় এবারের লড়াই যেন হাড্ডাহাড্ডি। সব আসনেই হয় দ্বিমুখী না হয় ত্রিমুখী লড়াই জারি থাকছে। আট দফার নির্বাচন শুরুর আগেই এবার জনমত সমীক্ষা TV9 ভারতবর্ষ। সেই জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলায় ফের ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। তবে সংখ্যাগরিষ্ঠতা থেকে ২টি আসন দূরে থাকবেন তিনি। অন্যদিকে, তৃণমূলকে কঠিন লড়াইয়ের মুখে ফেলতে চলেছে মোদী-শাহ শিবির।
এক নজরে দেখে নেওয়া যাক এই জনমত সমীক্ষা কী বলছে?
পশ্চিমবঙ্গের কোন কোন এলাকায় কত শতাংশ ভোট পাবে কোন দল? সমীক্ষায় দেখা দিয়েছে উত্তরবঙ্গে তৃণমূল পাবে ৩৯.৮ শতাংশ, বিজেপি ৩৭.৮ শতাংশ, সংযুক্ত মোর্চা (বাম-কংগ্রেস-আইএফএস) পাবে ১৬.৫ শতাংশ, অন্যান্যরা ৫.৭ শতাংশ। দক্ষিণবঙ্গে তৃণমূল পেতে পারে ৩৮.৬%, বিজেপি ৩৬.২%, সংযুক্ত মোর্চা ১৯.৫%, অন্যান্যরা ৫.৭%। গ্রেটার কলকাতায় তৃণমূল পেতে পারে ৪০.১ %, বিজেপি ৩৭.৪%, মোর্চা পাবে ১৬.৭%, অন্যান্য ৫.৮%। মধ্য বঙ্গে তৃণমূল ৩৯.৩ শতাংশ, বিজেপি ৩৭.৪%, মোর্চা ১৭.৫ শতাংশ পাবে।
TV9 ইন্ডিয়ার জনমত সমীক্ষায় দেখা গিয়েছে একুশের নির্বাচনে কঠিন লড়াই হবে তৃণমূল ও বিজেপির মধ্যে। গেরুয়া শিবিরের তৃণমূলের তরফে সমানে সমানে লড়াই জারি রাখছে। দেখা গিয়েছে তৃণমূল ম্যাজিক ফিগার পেরোতে পারবে না। ২৯৪ আসনের মধ্যে ১৪৬ আসন পাবে তৃণমূল, ১২২টি আসন পাবে বিজেপি। বাম-কংগ্রেস পেতে পারে ২৩টি আসন। অন্যান্যরা পাবে ৩টি আসন।
বাংলায় শতকরা আসনের ক্ষেত্রে তৃণমূল পাবে ৩৯.৬ শতাংশ, পদ্ম শিবির পাবে ৩৭.১ শতাংশ, বাম-কংগ্রেস-আইএসএফ পাবে ১৭.৪ শতাংশ। তবে সমীক্ষায় দেখা গিয়েছে বাংলা মুখ্যমন্ত্রী হিসেবে 'বাংলার মেয়েকেই' চাইছে। সেক্ষেত্রে মমতাকেই মুখ্যমন্ত্রী হিসেবে ৫৭ শতাংশ চাইছেন, চাইছেন না ৪৩ শতাংশ।
বিতর্কিত সিঙ্গুরে জনমত সমীক্ষায় তৃণমূল জিতছেই। এখানে তৃণমূল পাবে ৪৩.৬ শতাংশ, বিজেপি পাবে ৩৪.৭ শতাংশ, মোর্চা ৯.১ শতাংশ, বলতে পারেনি ১২.৬ শতাংশ। সমীক্ষা থেকে এও জানা গিয়েছে যে নন্দীগ্রামে জিতছেন মমতাই। একুশের নির্বাচনে হেভিওয়েট লড়াই হচ্ছে নন্দীগ্রামে। মমতা বনাম শুভেন্দু। সেখানে তৃণমূল পেতে পারে ৪৬%, বিজেপি ৩৬.১%, জোট ১০ শতাংশ। সমীক্ষা অনুযায়ী সেখানকার জনসাধারণ এখনও আস্থা রাখছে তৃণমূলেই।