মোদী বলেন, দিদি আপনি খেলা খেলেন, আমরা সেবা করব। খেলা নয় সেবা হবে। দিদি ভয়ে আছে বাংলার লোক ওনার খেলা বুঝে গেছে। কীভাবে নন্দীগ্রামে বদনাম করার জন্য একের পর এক ভুল বলা হচ্ছে। দিদি আপনাকে নন্দীগ্রামে অনেক সম্মান দিয়েছে। আর আপনি নন্দীগ্রামের লোকেদের বদনাম করছেন। নন্দীগ্রামের লোক এই অপমানের সাজা আপনাকে দেবে। তৃণমূলের সরকার কাটমানি, কমিশন তোলবাজি, অরাজকতা অন্ধকার নিয়ে। আমাদের স্বপ্ন সোনার বাংলা
মোদী বলেন, দিদি আপনাদের কোনও হিসাব দিচ্ছে না। কেউ হিসাব চাইলে তাকে গালি দেওয়া হচ্ছে। অসমে ভোট চলছে। এই ৫ বছর ওখানে দ্রুত গতিতে উন্নয়ন হয়েছে। আগে ৫ বছরে হিংসার খবর আসত। যারা উগ্রপন্থী হয়েছিল তারা মূলধারায় ফিরে আসছে। দিদির রাজে বন্দুক, বোমার খবর আসছে। বিস্ফোরণে ঘর উড়ছে। দিদির সরকার শুরু দেখছে। এই কাজ শুধু বিজেপি করবে।
মোদী বলেন, যে বাংলা গোটা দেশকে বন্দেমাতরম ভাবনায় বেধেছে। এই ভূমিতে কোনও ভারতবাসী বহিরাগত নয়। দিদি এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়। সব ভারতমাতার সন্তান। যেই বাংলায় গুরুদেব একমালায় পরিয়েছে। এই বাংলায় বহিরাগতর কথা বলছে। ট্যুরিস্ট বলছে, অপমান করছে। কবিগুরুর এই মাটি বলছে কেউ বহিরাগত নয়। বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী এখানকার ভূমিপুত্র হবে।
মোদী বলেন, বাংলার অর্থব্যবস্থা নষ্ট করে দিয়েছে এই তোলাবাজরা। সামুদ্রিক এই এলাকাগুলিকে কাটমানি-তোলাবাজ মুক্ত করা হবে। আমরা জিতে আসলে এই তোলাবাজি রাতারাতি বন্ধ হয়ে যাবে। হোলদিয়া পোর্টের উন্নয়নের জন্য অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশে পর্যটনে জোর দিচ্ছে। এর লাভ মেদিনীপুরেরও হবে।
মোদী বলেন, বাংলার কৃষকরা ভোলেনি দিদি কেমন নির্মমতা দেখিয়েছে। দিল্লিতে কেন্দ্রীয় সরকার কৃষকদের কাছে টাকা পাঠাতে চেয়েছিল। কিন্তু দিদি কৃষকদের কাছে এটা হতে দেখেনি। ২রা মে বিজেপি জিতে ৩ বছরের সব বকেয়া টাকা মিটিয়ে দেব। ভূমিহীন কৃষক ও মৎস্যজীবীদের জন্য বাংলা বিজেপি হাজার টাকার সাহায্যের সংকল্প করেছে। এটাই ডবল ইঞ্জিন সরকারের শক্তি।
মোদী বলেন, বিজেপির কেন্দ্রীয় সরকার গোটা দেশে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে। কিন্তু তৃণমূল সরকার এটা এখানে করতে দিচ্ছে না। বাংলাতে বিজেপি সংকল্প পত্র সামনে চলে এসেছে। বাংলাকে লোকের প্রয়োজনীয়তা দেখে এই সংকল্প পত্র বাংলা বিজেপি তৈরি করেছে। মেদিনীপুর ভারতের আত্মনির্ভরতা অন্যতম ক্ষেত্র। দিদির সরকার এখানকার কৃষকদের আধুনিক মাণ্ডি, কোল্ড স্টোরেজের সুবিধা থেকে দূরে রেখেছে।
মোদী বলেন, দিদি আজকের এই ভিড়ের ছবি দেখে নিন। বাংলার স্বভিমান মহিলারা ঠিক করে নিয়েছে। তৃণমূলের খেলা শেষ হবে। উন্নয়ন শেষ হবে। এখানকার লোকের উন্নয়ন বিজেপির সংকল্প। আমরা এর জন্য সব কিছু করব। বাংলা চায় শিক্ষা, শিল্প, কর্মসংস্থান। বাংলা চায় নারী সুরক্ষা। বাংলা চায় কৃষক সম্মান। প্রতিটা প্রকল্পকে দুর্নীতি মুক্ত করবে বিজেপি। কোনও তোলাবাজ থাকবে না। এটা বিজেপির সরকার ট্র্যাক রেকর্ড আছে।
মোদী বলেন, দিদি ভোট আসলেই বলে সরকার এখন দুয়ারে দুয়ারে ঘুরছে। বাংলার বাচ্চা খেলা বুঝে গিয়েছে। লোকেরা আপনাকে দরজা দেখাবে। মেদিনীপুরে অনেক সন্তানকে তৃণমূল শহিদ করেছে। এর জবাব বিজেপি সরকার দেবে। আমাদের মায়ের বেরিয়ে আসবে। তৃণমূলকে এই ভোটে সাজা দেবে। আমি যেখানে দেখছি শুধু লোক আর লোক।
মোদী বলেন, বাংলায় আসল পরিবর্তন আজ পশ্চিমবঙ্গে দরকার। সোনার বাংলা স্বপ্ন এখানে সবাই দেখছে। বাংলার প্রতিটি কোণে-ঘরর-মুখ থেকে একটাই আওয়াজ আসছে, ২রা মে দিদি যাচ্ছে। আসল পরিবর্তন আসছে। দিদি ওদের জবাব দিতে পারছে না যারা আমফানে ক্ষতিগ্রস্থ হয়েছে, আর বাকিটা তৃণমূলের গুণ্ডারা লুটে নিয়েছে। বাংলা জানতে চাইছে, আম্ফানের টাকা কে নিয়েছে
ভাষণ শুরু মোদীর
কাঁথির সভায় পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী। সভায় এখন বক্তৃতা রাখছেন শুভেন্দু অধিকারী। তিনি স্বাগত জানিয়েছেন তাঁকে। এই সভাতেই দিব্যেন্দু অধিকারী থাকেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।