scorecardresearch
 

সোমের পর মঙ্গলেও মোদীর বঙ্গ যোগ, এবার IIT খড়গপুরের সমাবর্তনে থাকছেন প্রধানমন্ত্রী

সোমবার দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করা ছাড়াও একাধিক রেল প্রকল্পে সবুজসঙ্কেত দিতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি ভোটবঙ্গে রাজনৈতিক প্রচারও চালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। ভোটমুখী বাংলায় যে তিনি বারাবর প্রচারে আসবেন সেকথাও এদিন জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে মঙ্গলবারও বঙ্গে উপস্থিতি থাকছে মোদীর। তবে সশরীরের নয় বারচুয়ালি। এদিন আইআইটি খড়গপুরের সমাবর্তনে ভারচুয়ালি হাজির থাকবেন প্রধানমন্ত্রী।

Advertisement
PM Narendra Modi PM Narendra Modi
হাইলাইটস
  • গত সপ্তাহেই বিশ্বভারতীর সমাবর্তনে ভারচুয়ালি ছিলেন প্রধানমন্ত্রী
  • এবার আইআইটি খড়গপুরের সমাবর্তনেও ভারচুয়ালি দেখা যাবে মোদীকে
  • সোমবারই একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদী


সোমবার দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করা ছাড়াও একাধিক রেল প্রকল্পে সবুজসঙ্কেত দিতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি ভোটবঙ্গে রাজনৈতিক প্রচারও চালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। ভোটমুখী বাংলায় যে তিনি বারাবর প্রচারে আসবেন সেকথাও এদিন জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে মঙ্গলবারও বঙ্গে উপস্থিতি থাকছে মোদীর। তবে সশরীরের নয় বারচুয়ালি। এদিন আইআইটি খড়গপুরের সমাবর্তনে ভারচুয়ালি হাজির থাকবেন প্রধানমন্ত্রী। 

গত শুক্রবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদী। করোনা আবহে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। বঙ্গভোটের আগে বারবার মোদীর কথায় ফিরে আসছেন বাংলার মনীষীরা। বিশ্বভাররীর সমাবর্তনেও তার অন্যথা হয়নি। এবার আইআইটি খড়গপুরের সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেবেন সেদিকেই উৎসাহী নজর রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

"সাম্প্রদায়িক মানসিকতার প্রতিনিধি প্রধানমন্ত্রী", মোদীর বঙ্গ সফরের দিনেই বেনজির আক্রমণ সৌগতর

মঙ্গলবার ৬৬তম সমাবর্তন অনুষ্ঠিত হতে চলেছে খড়গপুরে। যেখানে মুখ্য অতিথি হিসাবে ভারচুয়ালি মাধ্যমে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সশরীরের উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানে হাজির থাকবেন ভারত সরকারের শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় ধোতরে। থাকবেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। অনলাইনে ২৮০০ পড়ুয়ারের হাতে ডিগ্রি তুলে দেওয়া হবে। করোনার কারণে এই প্রথম  এমন ভাবে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে খড়গপুর আইআইটি-তে। 

জন্ম ব্যাঙ্ককে, কলেজে পড়তে অভিষেকের সঙ্গে প্রেম,পিসি শাশুড়ির কাছে 'ছোট্ট বউ', কেমন মানুষ রুজিরা?

জানা যাচ্ছে মঙ্গলবার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চেরও ভারচুয়ালি উদ্বোধন করবেন মোদী। খড়্গপুরের বলরামপুরে তৈরি করা হয়েছে এই সুপার স্পেশালিটি হাসপাতাল।  সেখানে ৭৫০টি শয্যা চালুর কথা থাকলেও আপাতত ৪০০ শয্যা চালু করা হবে। এখনও পর্যন্ত এই প্রকল্পে জমি ছাড়া ২৫০ কোটি টাকা খরচ হয়েছে। আইআইটির একটি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রে ইউপিএ সরকারের আমলে প্রস্তাবিত এই হাসপাতালটির নাম দেওয়া হয়েছিল বি সি রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ও রিসার্চ (রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নামে)। কিন্তু সম্প্রতি বোর্ডের বৈঠকে ওই হাসপাতালের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ও রিসার্চ। আইআইটি খড়্গপুরের নিজস্ব পোর্টালেও সেই নামের উল্লেখ রাখা হয়েছে। আর এই নাম পরিবর্তন নিয়েই এবার আইআইটির গেরুয়াকরণ প্রসঙ্গে খোঁচা দিয়েছে তৃণমূল শিবির। এদিকে  ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ও রিসার্চ নাম যাতে পরিবর্তন না করা হয় এজন্য আইআইটি পড়ুয়াদের একাংশ ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদীকে চিঠিও দিয়েছেন বলে সূত্রের খবর। 

Advertisement

 

 

Advertisement