scorecardresearch
 

West Bengal Election 2021: ২০১৬-তে TMC-র থেকে ফিরিয়ে আনেন জামালপুর, এবারও কি পারবেন সমর?

ইতিহাস বলছে ১৯৭৭ সাল থেকে বারেবারেই জামালপুর আসনে জিতেছে বামেরা। তারমধ্যে ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত লাগাতার ওই আসনে জেতেন সমর হাজরা। ২০১১ সালে প্রবল পরিবর্তনের হাওয়ায় আসনটি তৃণমূলের দখলে যায়। তবে ২০১৬ সালে ফের জামালপুরে (Jamalpur) জেতেন সমরবাবু। এবারেও জামালপুরে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী সমর হাজরা (Samar Hazra)।

Advertisement
সমর হাজরা সমর হাজরা
হাইলাইটস
  • পঞ্চম দফায় নির্বাচন জামালপুরে
  • সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন সমর হাজরা
  • জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রার্থী

একসময় বর্ধমানকে বলা হত বাম দুর্গ। রাজ্যে পালাবদলের সময় থেকে অবশ্য সেই দুর্গে অনেকটাই ফাটল ধরতে শুরু করে। সেই সময় অনেক আসনই বামেদের হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। তবে গোটা রাজ্যে যে কটা আসন ফের তৃণমূলের থেকে ফিরিয়ে আনতে পেরেছে বামেরা (Left Front) তার অন্যতম অধুনা পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভা কেন্দ্র। ইতিহাস বলছে ১৯৭৭ সাল থেকে বারেবারেই ওই আসনে জিতেছে বামেরা। তারমধ্যে ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত লাগাতার ওই আসনে জেতেন সমর হাজরা। ২০১১ সালে প্রবল পরিবর্তনের হাওয়ায় আসনটি তৃণমূলের দখলে যায়। তবে ২০১৬ সালে ফের জামালপুরে (Jamalpur) জেতেন সমরবাবু। এবারেও জামালপুরে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী সমর হাজরা (Samar Hazra)। পঞ্চম দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে পূর্ব বর্ধমানের এই জামালপুর আসনেও। নির্বাচনের আগে আজতক বাংলার সঙ্গে কথা বললেন সমর হাজরা। 

 
আজতক বাংলা - জামালপুরের রাজনৈতিক পরিস্থিতি কী বুঝছেন? 
সমর হাজরা - "আমরা তো ভালই বুঝছি। মানুষের সমর্থন আমাদের দিকেই। সংযুক্ত মোর্চার সমর্থনেই রায় রয়েছে।"

আপনি দীর্ঘদিনের বিধায়ক, একদিকে রাজ্যে ক্ষমতায় তৃণমূল, অন্যদিকে বিজেপির হাওয়া, আসন বাঁচাতে পারবেন বলে মনে হয়? 
"অবশ্যই, জামালপুরের মানুষ আমায় ভালভাবে চেনেন, কী পরিষেবা দিয়েছি সেটাও তাঁরা জানেন। এখানে আমাকে হঠানো মুশকিল।"

গত ৫ বছরে এমন কোন কাজ করেছেন, যে কারণে মানুষ আপনাকে আবার ভোট দেবেন?
"আমি মানুষের সুখ দুঃখে পাশে থেকে ২৪ ঘণ্টা পরিষেবা দিই। লকডাউনে সাইকেল নিয়ে ঘুরে খোঁজখবর নিয়েছি। এমন কোনও কাজ নেই যা করিনি। তাঁদের পাশে সবসময় থেকেছি, যখনই যেখানে বলেছেন গিয়েছি, তাঁদের কথা শুনেছি এবং সেই অনুযায়ী কাজ করেছি।" 

জিতলে প্রথম কাজ করবেন?
"সংযুক্ত মোর্চা সরকার গঠন করলে আমরা বলেছি বন্ধ কারখানা খুলবো। যেখানে যত শূন্যপদ আছে পূরণ করব। গণতন্ত্র ফিরিয়ে আনবো।"

Advertisement

করোনা ব্যাপক হারে বাড়ছে, প্রচারে কোভিড বিধি মানছেন?
"অবশ্যই মানছি। মনোনয়ন পেশের সময়ও মাস্ক পরে গিয়েছি। যেখানে যাচ্ছি মাস্ক পরে যাচ্ছি, এমনকি মাইক্রোফোনও স্যানিটাইজ করা হচ্ছে।" 

 

Advertisement