scorecardresearch
 

সৌরভকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে কী করতে হবে? জবাব দিলেন দিলীপ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতি যোগ নিয়ে ক্রমেই সরগরম কলকাতা-থেকে। গত রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ ও তার পরের দিন সৌরভের রাজধানীতে উড়ে যাওয়া যে জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। তারমধ্যে অমিত শাহের ইঙ্গিতবাহী মন্তব্য বিষয়টিকে আরও রসালো করে তুলেছে। আর এর মধ্যেই ময়দানে নেমে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০২১ সালের বিধানসভা ভোটে সৌরভকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে কী কী করতে হবে, তার তালিকা ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন দিলীপবাবু।

Advertisement
মহারাজের পদ্ম শিবিরে গমন নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপের মহারাজের পদ্ম শিবিরে গমন নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপের
হাইলাইটস
  • সোমবার একমঙ্গে অমিত শাহের সঙ্গে দেখা গেল সৌরভকে
  • সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা
  • এর মাঝেই মহারাজের পদ্ম শিবিরে গমন নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপের

সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতি যোগ নিয়ে ক্রমেই সরগরম কলকাতা-থেকে। গত রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ ও তার পরের দিন সৌরভের রাজধানীতে উড়ে যাওয়া যে জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। তারমধ্যে অমিত শাহের ইঙ্গিতবাহী মন্তব্য বিষয়টিকে আরও রসালো করে তুলেছে। আর এর মধ্যেই ময়দানে নেমে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০২১ সালের বিধানসভা ভোটে সৌরভকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে কী কী করতে হবে, তার তালিকা ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন দিলীপবাবু।

সৌরভ আসছে শুনেই চলে এলাম, আরও জল্পনা বাড়িয়ে দিলেন শাহ

প্রায় প্রতিদিনই সকালে চা চক্রে বের হতে দেখা যায় দিলীপ ঘোষকে। আর সেই আসরে শাসক দলকে আক্রমণ ছাড়াও বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় দিলীপবাবুকে। সোমবারও সেই নিয়মের অন্যথা হয়নি। এদিন  দিলীপের কাছে অবধাতির প্রশ্ন এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে। আর তাতেই ইঙ্গিতপূর্ণ জবাব পাওয়া গিয়েছে দিলীপ ঘোষের থেকে। বিজেপি তৈরি আছে সবাইকে নেওয়ার জন্য, লড়াইয়ের জন্য। চা চক্রেএমনটাই মন্তব্য করতে শোনা গেছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে। যাঁরা, যাঁরা বিজেপির সঙ্গে আসবেন, সবাইকে স্বাগত জানানো হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে  নিয়ে প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন তিনি। দিলীপবাবু বলেন, সফল ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত। 

'ভয় পেয়েছেন দিমিমণি, তাই যাবেন না নন্দীগ্রাম', মমতার সভা বাতিলে দিলীপের বাউন্সার

এর আগে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া নিয়েও নানা ইঙ্গিতবাহী মন্তব্য করতে দেখা গেছিল বিজেপি রাজ্য সভাপতিকে। দলে যে সকলেই স্বাগত তাও আগেই জানিয়েছেন দিলীপবাবু। এদিনও সাংবাদিকদের প্রশ্নে সেই ঝাঁঝালো জবাবই দিয়েছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় কী  বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? তাতে দিলীপবাবু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলে যোগ দিতে হবে, কাজ করতে হবে, তবে তো!

Advertisement

সৌরভকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা অবশ্য নেহাত কমদিনের নয়। গেরুয়া শিবির তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে চাইছে এমন খবর বাতাসে আগেও ভেসেছে। তাতে বছরের শেষ রবিবারে  রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌরভের তথাকথিত ‘সৌজন্য’ সাক্ষাৎ ইন্ধন আরও জুগিয়েছে। এরপরেই সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই মঞ্চে ভারতীয় ক্রিকেট বোর্ডের  সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি নতুন রং যোগ করেছে। 

বঙ্গ সফরে এসে অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন বিজেপিতে।  মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় অনেকের নাম আছে গেরুয়া শিবিরের তালিকায় । তবে  তাত্‍পর্যপূর্ণভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের  সম্ভাবনাও খারিজ করে দেননি শাহ। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮ তম জন্মদিনে স্ত্রী ডোনাকেও  ইঙ্গিতবহী মন্তব্য করতে দেখা গিয়েছিল। মহারাজের রাজনীতিতে যোগ নিয়ে ডোনার জবাব ছিল,  সৌরভ যে পিচেই খেলেন, সেখানেই শীর্ষে থাকেন। রাজনীতিতে যোগ দিলে সেখানেও সৌরভ ‘শীর্ষে’ থাকবেন। এরপর গত ষষ্ঠীতে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুজো উদ্বোধন অনুষ্ঠানে পারফর্ম করতেও ডেখা গিয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়কে। সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা। এদিন সৌরভকে নিয়ে দিলীপের মন্তব্য সেই গুঞ্জনকে আরও জোড়ালো করল।

 

Advertisement