scorecardresearch
 

তৃণমূল-বিজেপির সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির টিকিয়াপাড়া

ভোটের ফলাফল সামনে আসতেই তৃণমূল-বিজেপির সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকা। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে। ভোটগণনার কয়েক ঘণ্টার মধ্যে সেই ফলাফল সামনে আসার পর বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে উচ্ছাসে মাতেন কর্মী সমর্থকেরা।

Advertisement
শিলিগুড়িতে পুলিশি ধরপাকড়ে আটক যুবক শিলিগুড়িতে পুলিশি ধরপাকড়ে আটক যুবক
হাইলাইটস
  • তৃণমূল-বিজেপির সংঘর্ষ, উত্তপ্ত শিলিগুড়ির টিকিয়াপাড়া
  • দুপক্ষই হামলার অভিযোগ করেছে
  • পুলিশি অভিযানে আটক ৩

গোলমাল শিলিগুড়িতে

ভোটের ফল প্রকাশ হতেই তৃণমূল-বিজেপি সংঘর্যে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি। রাজ্যে তৃণমূল জয়ী হলেও শিলিগুড়ি মহকুমার তিন বিধানসভায় প্রত্যেকটিতে জয়ী হয়েছে বিজেপি।

শিলিগুড়িতে হেরেও তৃণমূলের বিজয় উচ্ছ্বাস

ভোটের ফলাফল সামনে আসতেই তৃণমূল-বিজেপির সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকা। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে। তা কয়েক রাউন্ড গণনার পরই পরিষ্কার হয়ে যায়। ফলে ভোটগণনা শুরুর কয়েক ঘণ্টার মধ্যে সেই ফলাফল সামনে আসার পর বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে উচ্ছাসে মাতেন কর্মী সমর্থকেরা। আবির খেলাও চলে।

সংঘর্ষের সূত্রপাত

রবিবার দুপুরে ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকায় সেখানকার তৃণমূল কর্মীরা ফলাফল শুনে উচ্ছাসে মাতেন। আবির খেলছিলেন। অভিযোগ, সে সময় বিজেপির কয়েকজন কর্মী তৃণমূলের উপর হামলা চালায় ৷ তা ঘিরে দুই দলের কর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে জমায়েত প্রাথমিক ভাবে সরিয়ে দেয়।

দ্বিতীয় দফায় গোলমালের সূত্রপাত

কিন্তু তারপরও দফায় দফায় সেখানে ঝামেলা লাগে। শেষে শিলিগুড়ি থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। এলাকায় লাঠিচার্জ করতে হয় জমায়েত সরাতে। গোটা এলাকায় চলে পুলিশের টহল। ৩ জনকে আটক করা হয়। যদিও বিজেপির পালটা অভিযোগ, তৃণমূলের তরফে তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এদিন দফায় দফায় সেখানে ঝামেলার জেরে এলাকা উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিন ৩ জনকে আটক করা হলে শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়৷ 

তৃণমূলের তরফে অভিযোগ

এদিন স্থানীয় এক তৃণমূল কর্মী জানান, বাড়ির সামনেই উচ্ছাসে মেতেছিলাম। সবুজ আবির খেলা চলছিল। সেসময় হামলা চালায় বিজেপি কর্মীরা। পরে পুলিশ এসে অনৈতিকভাবে ৩ জনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।

Advertisement

 

Advertisement