scorecardresearch
 

সরকারি আমলার স্ত্রী নির্বাচনে! সরছেন TMC প্রার্থী লাভলি মৈত্রের IPS স্বামী

‘জলনুপূর’ ধারাবাহিকে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন লাভলি মৈত্র। সেই লাভলিকেই সোনারপুর দক্ষিণের প্রার্থী করেছে তৃণমূল। যা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে । জানা যাচ্ছে লাভলির স্বামী পেশায় আইপিএস অফিসার। আর সেই প্রেক্ষিতেই একজন সরকারি আমলার স্ত্রী হয়ে কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পেতে পারেন লাভলি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement
সোনারপুর দক্ষিণের প্রার্থী হয়েছেন লাভলি সোনারপুর দক্ষিণের প্রার্থী হয়েছেন লাভলি
হাইলাইটস
  • সোনারপুর দক্ষিণের প্রার্থী হয়েছেন লাভলি মৈত্র
  • জানা যাচ্ছে লাভলির স্বামী পেশায় আইপিএস অফিসার
  • আর তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির

গত শুক্রবার নিজেই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে রয়েছে তারকার সমাহার। রাজ, জুন, সায়নী, সায়ন্তিকার পাশাপাশি প্রার্থী তালিকায়  রয়েছে লাভলি মৈত্রের নামও। বড় পর্দায় তেমন ভাবে পরিচিত মুখ না হলেও ছোটপর্দায়  নাম রয়েছে লাভলির।‘জলনুপূর’ ধারাবাহিকে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন লাভলি মৈত্র। তবে টেলিভিশনের পর্দায় এখন আর সেভাবে দেখা যায় না তাঁকে। সেই লাভলিকেই সোনারপুর দক্ষিণের প্রার্থী করেছে তৃণমূল। যা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে । জানা যাচ্ছে লাভলির স্বামী পেশায় আইপিএস অফিসার। আর সেই প্রেক্ষিতেই একজন সরকারি আমলার স্ত্রী হয়ে কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পেতে পারেন লাভলি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর এর জেরেই এবার লাভলির স্বামীকে সরানো হতে পারে তাঁর পদ থেকে। নির্বাচন কমিশন সূত্রে খবর সেই প্রকিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

'এই নিয়ে চারবার, ওঁর বিশ্বাসযোগ্যতা নেই,' মিঠুনকে নিশানা তৃণমূল নেতাদের

প্রশ্ন তুলেছে বিরোধীরা
সম্প্রতিই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন লাভলি। আর বঙ্গ ভোটের হাওয়ায় প্রার্থী হওয়ার শিকেও ছিঁড়েছে তারঁ কপালে। সোনারপুর দক্ষিণ থেকে ঘাসফুল শিবিরের হয়ে প্রতিদ্বন্দিতা করার ছাড়পত্র পেয়ে গিয়েছেন এই অভিনেত্রী। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত এই কেন্দ্র। লাভলির স্বামী সৌম্য রায় হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের পদে রয়েছেন। লাভলির পদপ্রার্থী হওয়া নিয়ে বিজেপি নানারকম প্রশ্ন তুলেছে। স্বয়ং পুলিশকর্তার স্ত্রীকে কীভাবে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস? গেরুয়া শিবির এই পয়েন্টটাকেই সামনে আনতে চাইছে। 

'কারও দিকে আঙুল তুলছি না, কিন্তু ভুল সিদ্ধান্ত ছিল,' BJP-তে যোগ দিয়ে প্রতিক্রিয়া মিঠুনের

আইপিএস স্বামীকে সরানোর প্রকিয়া শুরু
লাভলি প্রার্থী হতেই আইপিএস  সৌম্য রায়ের হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছে  বিরোধীরা। কারণ, নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীর কোনও আত্মীয় ভোটের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। এনিয়ে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগও জমা পড়ে। তারপরই সৌম্য রায়কে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। 

Advertisement
তারকা প্রার্থীদের সঙ্গে পথে মমতা, সঙ্গে রয়েছেন লাভলিও
তারকা প্রার্থীদের সঙ্গে পথে মমতা, সঙ্গে রয়েছেন লাভলিও

মুখ্যমন্ত্রীর মিছিলে হাঁটলেন লাভলি
আন্তর্জাতিক নারী দিবসে শহর কলকাতায় প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা প্রার্থী ও কর্মী-সমর্থকদের নিয়ে এদিন শহরের রাজপথে হাঁটলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গলায় জয় বাংলা প্ল্যাকার্ড ঝুলিয়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী। এই মিছিলে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া তারকারাও।  সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রণিতা, কৌশানী মুখোপাধ্য়ায়, জুন মালিয়া, সুদেষ্ণা রায়, শ্রীতমা, অদিতি মুন্সীদের সঙ্গে পা মেলালেন লাভলি মৈত্রও। পদযাত্রা ধর্মতলার সভামঞ্চে পৌঁছলে ঘাসফুল শিবিরের তারকা কর্মীরা বক্তব্য রাখেন। সবার বক্তব্যেই উঠে আসে বাংলা তার মেয়েকেই চায়। প্রত্যেকেই বক্তব্যের শুরুতেই জয় বাংলা স্লোগান তোলেন। 


 

Advertisement