দিল্লির বিজেপি অফিসে যাওয়ার রহস্য খোলসা করলেন তৃণমূল বিধায়ক-অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। একইদিনে সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং তাঁর বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। শনিবার দেবশ্রী জানান, তিনি প্রাণীদের নিয়ে কাজ করেন। প্রাণীদের কল্যাণের কাজে তিনি দিল্লি গিয়েছিলেন। আর কিছু নয়।
এদিন দেবশ্রী রায় (Debashree Roy) এদিন সাফ জানান, তিনি তৃণমূলে রয়েছেন। শোভন চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা রয়েছে। রত্না চট্টোপাধ্যায় তাঁকে অসম্ভব ভালবাসেন। এদিন তিনি বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
আলিপুর আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা ঠুকেছেন দেবশ্রী রায় (Debashree Roy)। দিন কয়েক আগে রায়দিঘিতে শোভন-বৈশাখী তাঁর সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। এ কারণেই মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন রায়দিঘির বিধায়ক। এদিন নিজেই আলিপুর আদালতে আসেন। তিনি পরে সংবাদমাধ্যমেকে জানান, দুজন ব্যক্তি তার মানহানি করেছেন।
তিনি বৈশাখীদেবীর নাম করতে চাননি। এদিন দেবশ্রী রায় (Debashree Roy) আরও জানান, ওই মহিলার নাম করতে চাই না। তাঁর যা মুখে আসছে, সেটাই বলছেন। তা-ও তিনি কিছু বলিনি। কিন্তু তিনি বলেই চলেছে। তাই আর নিতে পারছেন না। উনি রাজনীতিতে নেই, সিনেমাতে নেই বলে প্রচার করা হচ্ছে।
দেবশ্রী রায় (Debashree Roy)-এর অভিযোগ, তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। আমফানে তিনি দেশপ্রিয় পার্কে বসে গান করেছি বলে বলা হচ্ছে। সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তিনি আমি সিনেমা করেন না, সেটা তাঁর ইচ্ছে। উনি বলেছেন আমি বাতিল নায়িকা। গোটা দেশ তাঁকে চেনে। তিনি জাতীয়, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তিনি দাবি করেন, তিনি চক্রান্তের শিকার হয়েছেন। যিনি টাকা নিয়েছেন, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি ভেবেছিলেন ও ভাল মানুষ। না, জেনে কী করে এত বড় অপবাদ দেওয়া যায় প্রশ্ন তার।
শোভন চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন দেবশ্রী। তাঁর কথায়, শোভন চট্টোপাধ্যায়ের মতে মানুষের সমাজের অস্বস্তি। পরিবার, সন্তানের কাছে, স্ত্রীর কাছে যে আপন নয়, সে কত বড় নেতা? তিনি কি জনপ্রিয় নেতা হতে পারে? মানুষের সামনে দাঁড়াতে পারে?
তাঁর দাবি, তাঁকে ভয় পাচ্ছেন শোভন-বৈশাখী। তিনি নিজের এলাকায় কেমন কাজ করেছেন, তা রায়দিঘির মানুষকে জিজ্ঞেস করা হোক। আর তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার যে অভিযোগ, তা শুনে রায়দিঘির মানুষ হাসছেন বলে দাবি করেছেন দেবশ্রী রায় (Debashree Roy)।