দলে যোগ দিয়েই প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। কিন্তু বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। গত শুক্রবার তৃণমূলনেত্রী আসানসোল দক্ষিণ কেন্দ্রের জন্য প্রার্থী হিসাবে সায়নীর নাম ঘোষণা করতেই আর কালক্ষেপ করেননি অভিনেত্রী। সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে আপাতত নিজের বিধানসভা কেন্দ্রে ঘাটি গেঁড়েছেন সায়নী। শিব মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজও শুরু করে দিয়েছেন। তবে সেই ভোট প্রচারের দ্বিতীয় দিনেই নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লেন তৃণমূলের এই তারকা প্রার্থী।
বার্নপুরে প্রচারে বেরিয়ে বিতর্ক
বার্নপুরে এরগুচ্ছ কর্মসূচি নিয়ে মঙ্গলবার প্রচারের ময়দানে নেমেছিলেন সায়নী ঘোষ। যার শুরুটা হয় বার্নপুর স্টেশন থেকে পদযাত্রার মাধ্যমে। কিন্তু কর্মসূচিতে ছন্দপতন ঘটে বার্নপুর ময়দানের কাছে এসে। এদিন প্রচারের ফাঁকে বিবেকান্দের মূর্তিতে মাল্যদান করার কথা ছিল তৃণমূলের তারকা প্রার্থীর। কিন্তু বার্নপুরের স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতি নামে এক সংগঠন সকাল থেকেই সিদ্ধান্ত নেয় সায়নি ঘোষকে বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করতে দেওয়া হবে না । সেইমতো তারা মূর্তির সামনে জড়ো হয় । খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের হঠিয়ে দেয় । তবে চলে যাবার সময় তারা মূর্তি ঘিরে থাকা গ্রিলের দুটি গেটে তালা লাগিয়ে দেয় । অভিযোগ তৃনমূল কর্মীরা ভেতরের গেটের তালা ভেঙে জোর করে মূর্তিতে মাল্যদান করে । ওই সংগঠনের অন্যতম কর্ণধার অমিত কুমার সিংহ জানান, হিন্দু ধর্মের অবমাননা করায় তারা চাননি সায়নি ঘোষ বিবেকান্দের মূর্তিতে মাল্যদান করুন। কিন্তু পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয় । তৃনমূলের কর্মীরা তালা ভেঙে জোর করে ঢুকে পড়ে । এই অভিযোগ অবশ্য আংশিক মেনে নিয়েছেন তৃনমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। তিনি দাবি করেন, বিবেকানন্দ কারো একার সম্পত্তি নয় । সিপিএম, বিজেপি মিলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।
চলল মূর্তি শুদ্ধিকরণ
তৃনমূলের পদযাত্রা চলে যেতেই সায়নি ঘোষের দেওয়া মালা রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সঙ্গে জল দিয়ে গোটা মূর্তি ধুয়ে শুদ্ধিকরণ করে স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতি নামে ওই সংস্থার সদস্যরা । এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃনমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন জানান, "এটা ওদের সংস্কৃতি।" এদিকে সায়নির পদযাত্রার সাথে শতাধিক বাইকের মিছিল নিয়ে নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন বিরোধীরা । এর পরিপ্রেক্ষিতে ভি শিবদাসন দাশু জানান, "সকলকে বলা হয়েছিলো বাইক দাঁড় করিয়ে পদযাত্রায় যেতে । কিন্তু কিছুটা এগিয়ে যায় তারা।"
সায়নিকে বহিরগত বলে আগেই দলের মধ্যে বিক্ষোভ হয়েছে
তৃণমূলনেত্রী সায়নি ঘোষের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করতেই আসানসোল দক্ষিণ কেন্দ্রেরক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল কর্মীদের একাংশ। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জন্য ভূমিপুত্র চাই এমন দাবি তোলা হয়েছিল। তবে দলের একাংশের সেই ক্ষোভ সামলাতে স্বয়ং ময়দানে নামেন অভিনেত্রী। প্রার্থী হওয়ার পরই আসানসোলে গিয়ে দলীয় কর্মী–সমর্থকদের সঙ্গে পরিচয় করেন সায়নী ঘোষ। কর্মীদের সঙ্গে নিয়েই প্রচারও শুরু করেন তিনি।
শিবকে নিয়ে আপত্তিজনক পোস্টে বিতর্কে ছিলেন সায়নী
শিবের মতো দেবতাকে অপমান করেছেন সায়নী ঘোষ। এই অভিযোগ অভিনেত্রীর দিকে করে থাকে গেরুয়া শিবির। শিবের মতো দেবতাকে অপমান করেছেন। শিবলিঙ্গে কন্ডোম পরানো নিয়ে সায়নীর একটি পুরনো ট্যুইটকে ঘিরে উত্তাল হয়েছিল রাজনৈতিক ও বিনোদন জগৎ। তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে শিবলিঙ্গে কন্ডোম পরানো নিয়ে সায়নীর একটি পুরনো টুইটকে ঘিরে উত্তাল হয়েছিল রাজনৈতিক ও বিনোদন জগৎ। তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে আসানসোলে পৌঁছে একটি শিবমন্দিরে পুজো দিয়েই ভোট প্রচারে কোমরবেঁধে নেমে পড়েছেন অভিনেত্রী তথা তৃণমূলের তারকা প্রার্থী সায়নী। সেই সব ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন সায়নী।