West Bengal Election 2021 : সায়ন্তনের হুঁশিয়ারি! 'বাহিনীর হাতে ব্যাট, TMC-কে বল বানাবে', পাল্টা অনুব্রত! 'এমন মারব ছক্কা হবে'

বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Bose) জানান, কেন্দ্রীয় বাহিনী ব্যাট হাতে এসেছে। আর তৃণমূল সমর্থকেরা হলেন বল। কারও চোখ রাঙানি মানব না। তেমন হলে চোখ উপড়ে নেব। সায়ন্তন বসুর পাল্টা দেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)।

Advertisement
সায়ন্তনের হুঁশিয়ারি! 'বাহিনীর হাতে ব্যাট, TMC-কে বল বানাবে', পাল্টা অনুব্রত!'এমন মারব ছক্কা হবে'তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং বিজেপি নেতা সায়ন্তন বসু
হাইলাইটস
  • বীরভূমে তৃণমূল এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধ
  • শাসকদলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু একে অপরকে কড়া আক্রমণ করলেন
  • বুধবার তাঁদের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে

বীরভূমে তৃণমূল এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধ! শাসকদলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু (Sayantan Bose) একে অপরকে কড়া আক্রমণ করলেন। বুধবার তাঁদের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

এদিন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Bose) জানান, কেন্দ্রীয় বাহিনী ব্যাট হাতে এসেছে। আর তৃণমূল সমর্থকেরা হলেন বল। কারও চোখ রাঙানি মানব না। তেমন হলে চোখ উপড়ে নেব।

সায়ন্তন বসুর পাল্টা দেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)।  বীরভূমের খয়রাশোলে তৃণমূলের মহিলা সম্মেলনে তিনি বলেন, আমরা ব্যাট ভাল চালাতে জানি। এমন ভাবে বল মারব, মাঠের বাইরে পড়বে এবং ছক্কা হয়ে বল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।

বিজেপি নেতার দাবি, কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। এখন আপনাদের, পুলিশের কাজ থানায় লেফ্ট-রাইট করা।

বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-র পাল্টা দাবি, প্রতিটি বুথের বাড়ি বাড়ি ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিলেও বীরভূমে আমরা জিতব। সিনেমাতে অমিতাভ বচ্চন যেমন শেষ কথা বলবে, সেই রকম রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ও শেষ কথা বলবে। তাঁর অভিযোগ, বিজেপির উত্তরপ্রদেশে একটি মেয়েকে ১৪ জনে ধর্ষণ করল, বাবা প্রতিবাদ করেছে বলে গুলি করে মারা হল।

এদিন সায়ন্তন বসু (Sayantan Bose) অভিযোগ করেন, অনেক কর্মী গ্রাম ছাড়া। পুলিশ তৃণমূলের হয়ে দালালি করছেন। কান খুলে শুনে রেখে দিন। কানে যদি আমার শব্দ না যায়, কানে তেল ঢেলে শুনুন।

তিনি বীরভূমের নানুরে এক সভায় যোগ দেন। তিনি জানান, যত মানুষ, তত কেন্দ্রীয় বাহিনা। অনেকে প্রশ্ন করছেন এই জেলায় একদিনে ভোট কেন? 

সায়ন্তন বসু (Sayantan Bose)-র দাবি, কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। পুলিশের কাজ এখন লেফ্ট-রাইট করা। আর কোনও কাজ নেই। মহিষাসুরের মতো দেখতে। আয়োডেক্স আর বারনল নিজের কাছে রেখে দিন। ভোটের দিন রেখে দিন। ভোটের দিন কিছু করতে এলে দামাদাম দেবে।

Advertisement

তাঁর আরও হুঁশিয়ারি, এমন দেবে যে চিৎ হয়ে শুতে পারবেন না। তাদের সঙ্গে আপনি খেলা করলেন। একবার জানান, তারপর যা করার তা করব। ভোট করার দায়িত্ব আপনাদের। কেন্দ্রীয় বাহিনীর একটাই কাজ।

দলের কর্মীদের সায়ন্তন বসু (Sayantan Bose)-র বার্তা, খবর দিন প্রত্যেক দিন। কান্নাকাটি করতে আসবেন। দাওয়াইয়ের কাজ আপনাদের। রক্ষার কাজ আমাদের। যিনি বলেছেন খেলা হবে, তিনি আয়োডেক্স আর বারনল রেডি রাখুন। খেলা শেষে চিৎ হয়ে শুতে হবে না। দাঁড়িয়েই ঘুমাবে। কেউ বন্দুক ছুঁড়লে তাঁকে ফুলের মালা ছুড়ব না।

 

POST A COMMENT
Advertisement