Advertisement

West Bengal Election 2021 : বেহালায় জনসভায় মমতা, কসবায় দেবের রোড শো

Aajtak Bangla | কলকাতা | 09 Apr 2021, 7:43 AM IST

চতুর্থ দফার ভোট ১০ এপ্রিল। তার আগে আজ শেষ দিন। প্রচারে ঝড় তোলার চেষ্টা করব সব পক্ষই। একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গে বিজেপি সভাপতি জে পি নাড্ডা। ফের বাংলায় আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

highlights

      3:07 PM(4 years ago)

      Posted by :- Abhijit

      একজন প্রধানমন্ত্রী ভেঙায়, তা শোভা পায়! ডোমজুড়ে নাম না করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। তিনি বলেন, আমাকে ভেঙিয়ে কী লাভ? আমি আমার মতো করে চলি। আপনি আপনার মতো করে চলুন।

      3:04 PM(4 years ago)

      আব্বাস সিদ্দিকি

      Posted by :- Abhijit

      আব্বাস সিদ্দিকি বলেন, এনআরসি-র বিরুদ্ধে যে ছেলেটা আদালতে গিয়েছিল, তিনিই আজ ভাঙড়ে ভোট দাঁড়িয়েছেন।

      2:58 PM(4 years ago)

      যোগী

      Posted by :- Abhijit

      বাংলার ভোটে প্রচারে এসে রাজ্য সরকারের তুমুল সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেন, মা-বোনেদের নিরাপত্তা নিশ্চিত করবে বিজেপি। উত্তর প্রদেশের মতো এখানে তৈরি করা হবে অ্যান্টি-রোমিও স্কোয়াড। তৃণমূলের সব রোমিওকে জেলে পোরা হবে।

      11:24 AM(4 years ago)

      রাজুর চায়ে পে চর্চা

      Posted by :- Abhijit

      কামারহাটি বিধানসভার বেলঘড়িয়া বাটা মোড়ে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিলেন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বললেন।

      Advertisement
      10:42 AM(4 years ago)

      মিঠুন

      Posted by :- Abhijit

      বেহালা, টালিগঞ্জে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী।

      Advertisement