Advertisement

West Bengal Election 2021: অগ্নিমিত্রার দেওয়াল লিখনে গোবর, অভিযোগ TMC-র বিরুদ্ধে

Aajtak Bangla | কলকাতা | 10 Apr 2021, 6:18 AM IST

নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে প্রচারের গতি। আজ পূর্ব বর্ধমানে ৩ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে প্রচার করবেন অমিত শাহ। রাজারহাট ও নদিয়ায় রোড শো করবেন জেপি নাড্ডা।

অগ্নিমিত্রা পলঅগ্নিমিত্রা পল

highlights

      3:45 PM(4 years ago)

      ভ্যান চালকের বাড়িতে মধ্যাহ্নভোজন নাড্ডার

      Posted by :- pritam

      চাকদায় ভ্যানচালক দিলীপ বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজন সারলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। মেনুতে ছিল সাদা ভাত, ডাল, ডাটার শাক, চিপস, ছানার তরকারি, পনিরের তরকারি, দই ও মিষ্টি।

      3:01 PM(4 years ago)

      অগ্নিমিত্রার দেওয়াল লিখনে গোবর লেপা

      Posted by :- pritam

      আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার দেওয়াল লিখনে গোবর দিয়ে লেপা। চাঞ্চল্য এলাকায়। অভিযোগ তৃণমূলের দিকে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

       

      2:46 PM(4 years ago)

      কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জওয়ানদের মৃত্যু নিয়ে কোনও চিন্তা নেই

      Posted by :- Soumen Karmakar

      অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বর্ধমানের সভা থেকে বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ নেই। এতজন জওয়ান মারা গেলেন। তাঁর কোনও চিন্তা নেই। এখানে কলকাতায় বসে আছেন। ভোটের প্রচার করছেন আর আমাদের নামে কুৎসা রটাচ্ছেন। 

      2:40 PM(4 years ago)

      ভবানীপুরে BJP কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারলেন অমিত শাহ

      Posted by :- Soumen Karmakar

      পূর্বসূচি মতো ভবানীপুরে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারলেন বিজেপি নেতা অমিত শাহ। তাঁর সঙ্গে আরও কয়েকজন নেতা মধ্যাহ্নভোজন সারেন। 

      Advertisement
      2:30 PM(4 years ago)

      রাজ্যে লাখ লাখ ছেলের কর্মসংস্থান হবে

      Posted by :- Soumen Karmakar

      রাজ্যে লাখ লাখ ছেলের কর্মসংস্থান হবে। শিল্প গড়ে উঠবে। এমনিতেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি সব দিচ্ছি। সবার সামাজিক সুরক্ষার ব্যবস্থা করেছি। আর কিছু কাজ বাকি নেই। বর্ধমানের উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

      2:08 PM(4 years ago)

      ভবানীপুরে অমিত শাহ

      Posted by :- pritam

      তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে অমিত শাহ। ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের হয়ে প্রচার করছেন তিনি। 'জয় শ্রীরাম' স্লোগান দলীয় কর্মী সমর্থকদের।

      1:40 PM(4 years ago)

      সারাদিন জয় বাংলা বলবেন, মমতা

      Posted by :- Soumen Karmakar

      মেমারির সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, সারাদিন জয় বাংলা বলবেন। সকালে বলবেন, বিকেলে বলবেন, সন্ধে বেলা বলবেন ও রাতে বলবেন। কারণ, এমাটি আমাদের কাছে সবকিছু। 

      1:37 PM(4 years ago)

      মোদী শাহরা কিছু বললে বিধিভঙ্গ হয় না।

      Posted by :- Soumen Karmakar

      নির্বাচন কমিশনের চিঠি নিয়ে বিজেপি-কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, শাহ-মোদীরা বিধিভঙ্গ করলে কিছু হয় না। কিন্তু, তৃণমূলকে নোটিশ পাঠানো হয়। 

      1:35 PM(4 years ago)

      জওয়ানদের নিয়ে ফের মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

      Posted by :- Soumen Karmakar

      যে জওয়ানরা ভোটারদের প্রভাবিত করে তাদের আমি সম্মান করি না। মেমারির সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

      Advertisement
      1:16 PM(4 years ago)

      ল্যান্ড ব্যাঙ্ক তৈরি হবে

      Posted by :- pritam

      ফাঁকা জমি নিয়ে তৈরি হবে ল্যান্ড ব্যাঙ্ক। ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে শিল্প নিয়ে নীতি হবে, বললেন অমিত শাহ।

      1:13 PM(4 years ago)

      কংগ্রেস দোলাচলে রয়েছে

      Posted by :- pritam

      "কংগ্রেস কেরলে বামেদের বিরুদ্ধে লড়ছে, এখানে বামদের সঙ্গে লড়ছে কংগ্রেস দোলাচলে রয়েছে, সাংবাদিকরা প্রশ্ন করবেন এই ভয়েই রাহুল গান্ধী আসেননি", খোঁচা অমিত শাহর।

      1:10 PM(4 years ago)

      দু'জনেরই জবাব দেওয়া উচিৎ

      Posted by :- pritam

      "দু'জনেরই জবাব দেওয়া উচিত, যতদূর জানি শুভেন্দু জবাব দিচেছন', মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে কমিশনের নোটিশ প্রসঙ্গে বললেন অমিত শাহ। 

      1:01 PM(4 years ago)

      এবার হিংসা সবচেয়ে কম

      Posted by :- pritam

      গত ৩ নির্বাচনের তুলনায় এবার হিংসা সবচেয়ে কম। আর সেটাই দিদির হতাশা। বাংলায় একমাত্র রাজ্য যেখানে অতীতে হোয়াটসঅ্যাপে মনোনয়ন দেওয়া হয়েছে। তবুও নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন ভোট যেন শান্তিপূর্ণ করা হয়। বললেন শাহ। 

      12:54 PM(4 years ago)

      কীর্তনিয়াদের ভাতা

      Posted by :- pritam

      ৬০ বছরের বেশি কীর্তনিয়াদের মাসে ৩ হাজার টাকা। ১ হাজার কোটি টাকা দিয়ে বাঙালি কলাকার কল্যাণ বোর্ড হবে। বিজেপির সরকার গঠনের পর কলকাতা উত্তরবঙ্গ ও বাংলার উন্নয়নের জন্য আমরা কী করব তার একটা রূপরেখা নিয়ে এসেছি। মানুষের কাছে আবেদন বিজেপির পক্ষে ভোট দিন। সোনার বাংলার জন্য বিজেপিকে ভোট দিন। আবেদন অমিত শাহর। 

      Advertisement
      12:49 PM(4 years ago)

      সোনার বাংলার সূচনা হবে কলকাতা থেকে

      Posted by :- pritam

      সোনার বাংলার সূচনা হবে কলকাতা থেকে। সিটি অফ জয় ভবিষ্যতে সিটি অফ ফিউচার হবে। আগামী ৫ বছরে ভারতের দ্বিতীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কমিটি হবে। নতুন আইটি পার্ক হবে। বর্তমান আইটি পার্কে আরও ৩০০ কোটি টাকা বিনিয়োগ। বললেন অমিত শাহ

       

      12:47 PM(4 years ago)

      সিএপিএফ-এ নারায়ণী সেনার ব্যাটেলিয়ান

      Posted by :- pritam

      সিএপিএফ-এ নারায়ণী সেনার ব্যাটেলিয়ান হবে। উত্তরবঙ্গের জন্য বিশেষ বোর্ড হবে। কোচবিহারে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার। উত্তরবঙ্গে এইমস হবে। উত্তরবঙ্গ ও কলকাতার মধ্যে রাস্তা, শিলিগুড়িতে মেট্রো, তৈরি হবে চা পার্ক যাতের চায়ের ঔষধি গুণ নিয়ে গবেষণা হবে। বললেন অমিত শাহ।

      12:44 PM(4 years ago)

      ১ সপ্তাহের মধ্যে কৃষকদের বকেয়া টাকা

      Posted by :- pritam

      প্রতি পরিবারে কমপক্ষে ১ জনের রোজগার। কৃষকদের প্রতিবছর ৬ হাজার টাকা। বকেয়া টাকা সরকারের তৈরির ১ সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে যাবে। বললেন অমিত শাহ।

      12:35 PM(4 years ago)

      আমরা চাই অবাধ ও শান্তিপূর্ণ ভোট

      Posted by :- pritam

      আমরা চাই অবাধ ও শান্তিপূর্ণ ভোট। বিজেপির চোখ রাঙালে শিলনোড়া দিয়ে বলবেন মশলাও বাঁটি, দাঁতের গোড়ায় ভাঙি। খেলব লড়ব গড়ব জিতব বিজেপিকে হারাব। এই বাংলায় বিজেপির স্থান নেই। আক্রমণ মমতার 

      12:31 PM(4 years ago)

      জনগণের সঙ্গে ছিলাম আছি থাকব

      Posted by :- pritam

      আমি জনগণের সঙ্গে ছিলাম আছি থাকব, কমিশনকে এটাই জানাব। বিজেপি আপনাদের কে? আমি সিআইএসএফকে স্যালুট করি, কিন্তু অমিত শাহকে না। চোখগুলো দেখলেই মনে হয় যেন দাঙ্গা কের খেতে আসছে। আক্রমণ মমতার। 

      Advertisement
      12:29 PM(4 years ago)

      "নন্দীগ্রামে ছেলেটা মারা গিয়েছে"

      Posted by :- pritam

      নন্দীগ্রামে যে ছেলেটার কথা বলছিলাম সে আজ মারা গিয়েছে। যে মেরেছে পুলিশ তাকে গ্রেফতার করেনি। আমাদের একটাও কথা শুনছে না। তাও লাভ নেই বিজেপি জিতবে না। একটা আসনও বিজেপি পাবে না। জামালপুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

      Load More
      Advertisement