একটি অডিও লিক। সেই নিয়ে তোলপাড় বাংলার ভোট রাজনীতি। এই যাবতীয় ঘটনার আলোচিত নামটি হল ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। ওই অডিও নিয়ে বারবার প্রশান্ত কিশোর ও তৃণমূল নেতৃত্বকে বিঁধছে বিজেপি। Lallantop-এ বরিষ্ঠ সাংবাদিক সৌরভ দ্বিবেদীকে সব প্রশ্নের খোলাখুলি উত্তর দিলেন প্রশান্ত কিশোর।
এদিন সাক্ষাত্কারে প্রশান্ত কিশোর জানালেন, 'নরেন্দ্র মোদী ভাল শ্রোতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাল দিক হল, উনি মানুষের সঙ্গে খুব ভাল কানেক্ট করতে পারেন। নরেন্দ্র মোদীর কাজ করার স্টাইল ওঁর সঙ্গে মানিয়ে যায়, সাফল্যও পেয়েছেন। কিছু তো ঠিক করেছেন, তার জন্য আজ প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষত্ব হল, তৃণমূল স্তরের রাজনীতিটা খুব ভাল বোঝেন। এনার্জি অন্যদের থেকে একেবারে আলাদা।'
অডিও লিক নিয়ে প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোরের দাবি, এটি অডিও লিক নয়। খোলাখুলি একটা কথপোকথন। কোনও গোপন কিছু নয়। বিজেপি ওইটুকু অংশ না দেখিয়ে পুরোটাই জনসমক্ষে আনুক। তাঁর কথায়, 'এটা কোনও লিক নয়। কারও সঙ্গে রূদ্ধদ্বার কথাবার্তা বলিনি। একটি ওপেন প্ল্যাটফর্মে কথা হয়েছে। পুরো কথাটাই সবার সামনে আনুক বিজেপি।'
বিজেপি ১০০টির বেশি আসন পাবে না
গত ডিসেম্বরে প্রশান্ত কিশোর জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি যদি ১০০-র বেশি আসন পায়, তা হলে তিনি তাঁর রাজনৈতিক স্ট্র্যাটেজিস্টের পেশা ছেড়ে দেবেন। আজ সৌরভ দ্বিবেদীকে দেওয়া সাক্ষাত্কারেও একই দাবি করলেন প্রশান্ত কিশোর। দৃঢ়তার সঙ্গে বললেন, 'যদি বাংলায় বিজেপি ১০০টির বেশি আসন পায়, তা হলে যে কাজ এখন আমি করছি, তা আর ভবিষ্যতে করার কোনও মানে হয় না।'
রাজনীতিতে আসবেন
প্রশান্ত কিশোর জানালেন, তিনি পরবর্তীকালে রাজনীতিতে আসবেন। তবে কোনও দলে যোগ দেবেন, নাকি নিজেই দল গড়বেন নতুন, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।