কোন ইস্যুতে নির্বাচন হল বাংলায়, কী বলছেন ভোটাররা?
সম্পন্ন হল পশ্চিমবঙ্গের ভোট। ৮ দফায় ২৯২ আসনে আজই সম্পন্ন হয় ভোট। সামসেরগঞ্জ ও জঙ্গিপুর আসনের ২ প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট গ্রহণ হয়নি। আগামী ১৬ মে ওই ২ কেন্দ্রে ভোট হবে। ফলাফল ১৯ তারিখ। তার আগে ২৯২ আসনের ফলাফল ঘোষিত হবে আগামী ২ মে। তার আগে সামনে এল ইন্ডিয়া টুডের EXIT POLL।
Vote - কলকাতা,
- 29 Apr 2021,
- (Updated 29 Apr 2021, 9:02 PM IST)
হাইলাইটস
- কোন কোন ইস্যুকে হাতিয়ার করে বাংলায় ভোট হল
- কী বলছেন ভোটাররা
- দেখুন একজনরে
সম্পন্ন হল পশ্চিমবঙ্গের ভোট। ৮ দফায় ২৯২ আসনে আজই সম্পন্ন হয় ভোট। সামসেরগঞ্জ ও জঙ্গিপুর আসনের ২ প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট গ্রহণ হয়নি। আগামী ১৬ মে ওই ২ কেন্দ্রে ভোট হবে। ফলাফল ১৯ তারিখ। তার আগে ২৯২ আসনের ফলাফল ঘোষিত হবে আগামী ২ মে। তার আগে সামনে এল ইন্ডিয়া টুডের EXIT POLL।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এবার ভোটে প্রধান প্রতিপক্ষ বিজেপি ও তৃণমূল। বিজেপি এবারের নির্বাচনের প্রচারে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তৃণমূলের দুর্নীতি, তোলাবাজির মতো ইস্যু। আবার অন্যদিকে তৃণমূল বহিরাগত ও কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করে প্রচার চালিয়েছে।
কিন্তু, কী বলছেন ভোটাররা, তাঁরা কোন ইস্যুতে ভোট দিয়েছেন? কোন ইস্যুতে কত শতাংশ ভোট দিয়েছেন বলে মনে করছে সমীক্ষা, দেখে নেব একনজরে-
- রাজ্য সরকারের কাজ- ৪ শতাংশ
- রাজনৈতিক দল- ৩ শতাংশ
- কোনও রায় দেয়নি-২
- অন্য-২
- মূল্যবৃদ্ধি-২ শতাংশ
- বিকাশ-৩৫ শতাংশ
- বেকারত্ব-৭ শতাংশ
- জাতীয় নিরাপত্তা-২ শতাংশ
- আর্থিক অবস্থা- ১ শতাংশ
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য- ১০ শতাংশ
- পরিবর্তন-২১
- মোদীকে দেখে- ৮ শতাংশ
- প্রার্থীকে দেখে-২ শতাংশ