scorecardresearch
 

ডায়মন্ডহারবারে পা রাখছেন শোভন, 'দাঁত ফোটাতে' পারবেন অভিষেকের দুর্গে ?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার বিজেপির কাছে দুর্ভেদ্য ঘাঁটি। সেই ডায়মন্ডহারবারে পদ্ম ফোটানোর এবার কি বিজেপির সেনাপতি হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়? উঠছে এমনই প্রশ্ন।

Advertisement
বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। ফাইল ছবি বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। ফাইল ছবি
হাইলাইটস
  • ডায়মন্ড হারবারে সভা শোভন-বৈশাখীর
  • অভিষেকের গড়ে শোভনের চ্যালেঞ্জ
  • কড়া মোকাবিলায় পড়বেন শোভন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার বিজেপির কাছে দুর্ভেদ্য ঘাঁটি। সেই ডায়মন্ডহারবারে পদ্ম ফোটানোর এবার কি বিজেপির সেনাপতি হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়? উঠছে এমনই প্রশ্ন। বিজেপিতে যোগ দেওয়ার পরে দেড় বছর পরে অবশেষে চলতি সপ্তাহের শুরুতে সক্রিয় হয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দলের হয়ে ইতিমধ্যে একটি রোড শো করে নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন, বিজেপির 'সমাধান' কর্মসূচি ঘোষণা শোভনের, মিডিয়া সামলাবেন বৈশাখী

পাশাপাশি হেস্টিংসের কার্যালয় থেকে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক সহ আগামী দিনের তাঁর একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন। তার মধ্যে শোভন প্রথম জনসভা শুরু করছেন আগামী ১৮ জানুয়ারি বিষ্ণুপুর থেকে। সঙ্গে থাকবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এই বিষ্ণুপুর এলাকাটি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যার সাংসদ যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে প্রশ্ন উঠছে, ডায়মন্ডহারবারে নিজেদের সংগঠনকে মজবুত করতে এবার বিজেপির তুরুপের তাস কি শোভন? দলের কর্মসূচি ঘিরে উঠছে এমনই প্রশ্ন।

সক্রিয় শোভন

জল্পনা উসকে, কয়েক সপ্তাহ আগেই আচমকা শোভনের ফ্ল্যাটে দেখা যায় ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারকে। যদিও সেটি সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেন দীপকবাবু। কিন্তু রাজনৈতিক মহল এর মধ্যে অন্য অঙ্ক খুঁজে পাচ্ছেন। দীপক হালদার কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূলে বেসুরো ছিলেন। রটেছিল তাঁর বিজেপি যোগের জল্পনাও। যদিও শেষে গেরুয়া শিবিরের তিনি আর যোগ দেননি। কিন্তু কাকতলীয় ভাবে ডায়মন্ডহারবারের অভিষেক বন্দ্যোপাধ্যয়ের সভাতে অনুপস্থিত ছিলেন তিনি। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছিল তাঁকে নিয়ে। এমন অবস্থার মাঝেই আচমকা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে তাঁকে দেখা যায়।

আরো পড়ুন, শোভনকে নিশানা কুণালের, 'আইকোর চিটফান্ডের অনুষ্ঠানে গিয়েছিলেন, কেন ওঁকে গ্রেফতার করা হবে না?'

শোভনের কাছে চ্যালেঞ্জ

বিধানসভা বিজেপির কাছে ডায়মন্ডহারবারে পদ্ম ফোটানো কার্যত একটা চ্যালেঞ্জ। রাজ্যের বিভিন্ন জেলায় সংগঠন মজবুত করলেও দক্ষিণের এই এলাকাগুলিতে এখনও সংগঠন তেমন মজবুত নয় গেরুয়া শিবিরের। বিজেপি একাধিকবার দাবি করে আসছে, এই সব এলাকাগুলিতে তাদের রাজনৈতিক হামলার মুখে বেশি পড়তে হচ্ছে। এমনকি ডায়মন্ডহারবারের যাওয়ার সময়েও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়েও হামলা হয়। ফলে এই এলাকায় পদ্ম ফোটানো শোভনের কাছে চ্যালেঞ্জের বিষয়।

Advertisement

কলকাতা জোনের দায়িত্বে শোভন

এমনিতে বিজেপিতে গুরুদায়িত্ব পেয়েছেন শোভন। কলকাতা জোনের দায়িত্ব পেয়েছেন একদা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। কলকাতা জোনটিতে বিজেপির কাছে মূলত চ্যালেঞ্জ তৃণমূলের। মোট ৫১টি বিধানসভা আসন রয়েছে কলকাতা জোনে। লোকসভা নির্বাচনে ৭ দফা হয়েছিল এরাজ্যে। প্রথম ৬ দফার মধ্যেই বিজেপি ১৮টি আসন জেতে। শেষ দফার নির্বাচনে বিজেপি একটিও আসন পায়নি। শেষ দফার এই নির্বাচনে কলকাতা ও তার আশেপাশে আসনগুলিতেও ভোট পর্ব চলেছিল। ফলে বলাই ভালো এই এলাকাগুলিতে দলের কাণ্ডারি সামলানোর জন্য একজন পরিচিত ও দক্ষ মুখকে খুঁজছিল বিজেপি। দীর্ঘদিনের রাজনীতিবিদ,প্রাক্তন মন্ত্রী ও মেয়র হওয়ার সুবাদে শোভন ছাড়া এই মুহূর্তে বিজেপির কাছে দ্বিতীয় অপশন ছিল না বলাই চলে। ফলে শোভনের চেষ্টায় ডায়মন্ডহারবার-সহ এই এলাকাগুলি পদ্ম ফোটে কিনা সেটাই এখন দেখার।

Advertisement