বিজেপির ব্যানার ফেস্টুন খুলে ফেলা ও নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জামুড়িয়ার চিচুড়িয়া মোড়ের ঘটনা। পালটা তৃণমূলের দাবি, বিজেপির কর্মী সমর্থকেরা মদ্যপ অবস্থায় তৃণমূলের পতাকা ফেস্টুন ছিঁড়তে গিয়ে নিজেদের পতাকা ফেস্টুন ছিঁড়েছে।