Advertisement

কাটোয়া পৌঁছল নাড্ডার কপ্টার, দেখুন VIDEO

কাটোয়ায় পৌঁছে গিয়েছে জে পি নাড্ডার হেলিকপ্টার। এখান থেকে বেরিয়েই সরাসরি চলে যাবে রাধাগোবিন্দর মন্দিরে। তারপরে কৃষক বাড়িতে সারবেন দুপুরের খাওয়াদাওয়া। তবে সমস্তটাই শুরু হয়েছে এক ঘণ্টা দেরিতে। স্বাগত জানাতে রয়েছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহারা।

Advertisement