সোনারপুর দক্ষিণে এবার দুই তারকা প্রার্থীর লড়াই। তৃণমূলের অরুন্ধতী মৈত্রের সাথে লড়াই বিজেপির অঞ্জনা বসুর। কিন্তু এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে দুশো শতাংশ আশাবাদী অরুন্ধতী মৈত্র। এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবে বলে দাবি লাভলির।