শুক্রবার বিধাননগরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের থেকে শুভেন্দুর পদত্যাগ এবং তার ফলে তৃণমূলের কোনও অসুবিধা হবে কিনা, তা জানতে চান সাংবাদিকরা। তিনি জানান, 'ওই দপ্তরের নাম পরিবহণ দপ্তর। এটা নিতান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমি আগে ওই দপ্তরের কাজ করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ দপ্তর। আমি এ ব্যাপারে কোনও কথা বলতে চাইব না।' তিনি জানান, কিছু জিনিস আরম্ভ হয়েছে। আমাদের দলের নেতৃত্বে রয়েছেনযারা তাঁরা সে ব্যাপারটি দেখছেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূল রাজ্যে বেশ শক্ত জায়গায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল ভাল জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। কেন উনি পদত্যাগ করলেন, সে ব্যাপারে বলতে পারব না। উনি পরে কী করবেন, তা আমি কি করে বলব? তবে আমি তাঁর কাছের ছিলাম। তাঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে এখনও যোগাযোগ রয়েছে। তবে রাজনীতিতে চিরস্থায়ী বলে কোনও শব্দ হয় না। সময় বাকি পার্থক্য করে দেবে। তবে আমি তৃণমূলের একজন কর্মী হিসেবে বলতে পারি, বিজেপিকে থামাতে এরাজ্যে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। বিজেপুর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে।