Advertisement

VIDEO: টানা ৬ মাস জলের সমস্যা, ভোট বয়কটের ডাক হুগলিতে

টানা ৬মাস ধরে জলের সমস্যা ব্যান্ডেল মানষপুর এলাকায়। বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়েই ভোট বয়কটের ডাক দিলো স্থানীয় বাসিন্দারা। এদিন ব্যান্ডেল স্টেশন লাগোয়া দেবানন্দপুর পঞ্চায়েতের মানষপুর এলাকায় ভোট বয়কটের বেশকয়েকটি পোষ্টার পরে। পোষ্টারে লেখা রয়েছে "ভোট বয়কট, ৬ মাস ধরে জল পরা বন্ধ! ব্যান্ডেল মানষপুর, অগ্নিবীনা স্পোর্টিং ক্লাব। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বিগত বছর কয়েক আগে প্রতি বাড়ি থেকে নুন্যতম চার হাজার টাকার বিনিময়ে বাড়িতে টাইম কলের ব্যাবস্থা করে দেয় পঞ্চায়েত। কিন্তু বছর খানেক আগে থেকেই শুরু হয় জলের সমস্যা। আর গত ৬মাস থেকে সেই সমস্যা তীব্র আকার ধারন করে।

Advertisement