scorecardresearch
 
Advertisement
কলকাতা

Bengal Monsoon Kolkata Rain Forecast : আগামী দু'দিনে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলায়?

ajker abohawa Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal one
  • 1/11

Bengal Monsoon Kolkata Rain Forecast: অপেক্ষার অবসান হল বলা যেতে পারে। বাংলায় আসতে চলেছে বর্ষা। আর দু'দিনের অপেক্ষা। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আর এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে।

ajker abohawa Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal two
  • 2/11

বুধবার আলিপুর জানিয়েছে, আগামী দু'দিনে বঙ্গে বর্ষা প্রকাশ করতে চলেছে। দু'দিনের মধ্যে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম  মৌসুমী বায়ু প্রবেশ করার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হবে। 

ajker abohawa Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal three
  • 3/11

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও কোচবিহারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। 

Advertisement
ajker abohawa Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal four
  • 4/11

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। তবে ৭২ ঘণ্টা পর থেকে পরিমাণ কমবে। গোটা দক্ষিণবঙ্গেই এই পরিস্থিতি থাকবে।

ajker abohawa Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal five
  • 5/11

আবহাওয়াবিদরা জানাচ্ছন, দক্ষিণ-পশ্চিম মোসুমী বায়ু আগামী ২-১ দিনে উত্তরবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। 

ajker abohawa Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal six
  • 6/11

তাঁরা আরও জানাচ্ছেন, রাজ্যের আয়তন লম্বাটে। আর তাই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এক রকম হয় না আবহাওয়ার পরিস্থিতি। উত্তরবঙ্গে যখন বৃষ্টি হয়, দক্ষিণবঙ্গে হয় না। আবার উল্টোটাও। মানে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলে অনেক সময় উত্তরবঙ্গে হয় না।

আরও পড়ুন: চকচকে ত্বক পেতে লবঙ্গের তেল ম্যাজিকের মতো কাজ করে

আরও পড়ুন: ব্য়াকলেস টপে Urfi Javed, 'কাঁচা বাদাম' গানে নাচ, ভিডিও Viral

আরও পড়ুন: রাজ্যে নিট ইউজি ২০২১ Counselling প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে

ajker abohawa Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal seven
  • 7/11

সেই নিয়ম নেমে উত্তরবঙ্গে আগামী দুদিনে বর্ষা প্রবেশ করবে। আর তারপর সেখানে বৃষ্টি বাড়বে। ওপরের যে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। সেখানে বর্ষা প্রবেশের পর বৃষ্টি বাড়বে। 

Advertisement
ajker abohawa Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal eight
  • 8/11

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ারে। সেখানে একটু বেশি বৃষ্টি হবে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই।

ajker abohawa Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal nine
  • 9/11

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে আগামী ৭২ ঘণ্টা পর থেকে কমবে। তাপমাত্রার কোনও বিশেষ ফারাক হবে না দু'জায়গাতেই। কলকাতায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বষ্টি। 

ajker abohawa Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal ten
  • 10/11

উত্তরবঙ্গে প্রবেশ করার পর দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। তবে সে জন্য আরও একটু সময় লাগবে। চলতি মাসের ৭-৮ তারিখের আগে এখানে মনে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। 

ajker abohawa Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal eleven
  • 11/11

চলতি মরশুমে এ রাজ্যে বেশ কয়েকটা কালবৈশাখীর দেখা মিলেছে। আর এর জেরে রাজ্য়ের বিভিন্ন জেলায় বেশ ভাল বৃষ্টিও হয়েছে। 
 

Advertisement