Weather Foreacast: প্রবল গরমে নাজেহাল শহরবাসী। গত দুইদিন ধরে ভ্যাপসা গরম বেড়েই চলেছে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। কিন্তু তাতে গরম মোটেও কমেনি।
উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। তার জেরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে। আগামী ৩ তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় রয়েছে ভ্যাপসা গরম। তার জেরে কার্যত নাজেহাল হচ্ছেন সকলে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে মৌসুমি বায়ু প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কবে বর্ষা প্রবেশ করবে সেই সম্পর্কে জানা যায়নি।