scorecardresearch
 
কলকাতা

Anubrata Mondal Nakuldana BJP : বিলি হল নকুলদানা-গুড়, বাজল ঢাক, অনুব্রতর গ্রেফতারি 'উদযাপন' বিজেপির

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata one
  • 1/15

Anubrata Mondal Nakuldana BJP: গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বীরভূম জেলা সভাপতির বাড়িতে হাজির হয় সিবিআইয়ের এক বড়সড় দল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। 

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata two
  • 2/15

তার গ্রেফতারির পর রাজ্য়ের বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস দেখা যায় বিরোধী দলের সমর্থকের মধ্যে। বিলি করা হল নকুনলদানা-গুড়। এদিকে, এদিন অনুব্রতকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata three
  • 3/15

অনুব্রত বিরোধীদের শাসানি দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। তার বিভিন্ন বাক্য কার্যত হুমকি হিসেবে ধরা হয়েছিল। 

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata four
  • 4/15

কখনও বলেছিলেন, চড়াম চড়াম করে ঢাকক বাজবে ভোটের আগে। আবার কখনও বলেছিলেন গুড়-বাতাসা-নকুলদানা দেওয়া হবে। 

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata five
  • 5/15

বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিজেপি আক্রমণ করেছে। 

আরও পড়ুন: দশম-দ্বাদশ পাশেই নৌসেনায় চাকরি, ৪৩ হাজার টাকা পর্যন্ত বেতন

আরও পড়ুন: ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষায় গুজরাত দাঙ্গা নিয়ে প্রশ্ন, ক্ষমা চাইল সিবিএসই

আরও পড়ুন: নলেন গুড়-ছানার প্রেমে তৈরি মাখা সন্দেশে মজে বাঙালি

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata six
  • 6/15

পাশাপাশি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অংশে বিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে।

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata seven
  • 7/15

তাঁরা বিভিন্ন জায়গায় অনুব্রত-দাওয়াই প্রয়োগ করেছেন! অর্থাৎ কোথাও বিলি করেছেন নকুলদানা, কোথাও গুড়, জল-বাতাসে। আবার ঢাক নিয়েও বেরিয়ে পড়েছেন অনেক জায়গায়। 

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata eight
  • 8/15

তেমনই ছবি ধরা পড়েছে কলকাতার বৌবাজার এলাকায় এদিন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata nine
  • 9/15

বিজেপি সদস্য সমর্থকরা জড়ো হয়েছিলেন সেখানে। তাঁদের অনেকের হাতে ধরা ছিল থালা। 

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata ten
  • 10/15

সেই থালার কোনওটা ভর্তি গুড়ে, কোনওটা বাতাসা, আবার কোনওটা নকুলদানায়।

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata eleven
  • 11/15

পথচলতি মানুষকে তারা তা খাইয়ে দেন। দেখা গিয়েছে গাড়ির চালককেও তারা গুড়-বাতাসা খাইয়ে দিচ্ছেন।

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata twelve
  • 12/15

ভোটের আগে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগে বারবার বিদ্ধ হয়েছেন তৃণমূলের এই নেতা। 

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata thirteen
  • 13/15

তবে তার বিরুদ্ধে প্রশাসন কোনও সময় খুব একটা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এমনই অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন এক সময়ে ভোটের দিন তার গতিবিধি ওপর নজরদারি রেখেছিল।

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata fourteen
  • 14/15

এর আগে বেশ কয়েকবার সিবিআই তলব করেছিল তাকে। কিন্তু তিনি মাত্র একবারই হাজির হয়েছিলেন। বারবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।

cbi coal smuggling tmc birbhum chief anubrata mondal bjp nakuldana gur batasa in kolkata fifteen
  • 15/15

শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে হল বীরভূমের 'বাহুবলী' নেতাকে।