Eid 2022 Mamata Banejee at Red Road: "আমরা ঝুটা আচ্ছে দিনের কথা বলি না। আমরা আচ্ছে দিন, সাচ্চা দিনের সঙ্গে।" মঙ্গলবার রেড রোডে বিজেপিকে এ ভাবেই বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, "আমরা বাঁচব, একসঙ্গে লড়ব। আমার ওপর আস্থা রাখুন। আমি আমার জীবনে কখনো কারও বিশ্বাস ভাঙিনি। আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন,সবাইকে নিয়ে কাজ করতে। দেখি, বৃষ্টি এখন থেমে গেছে। আপনার সন্তানদের ডাক্তার, অধ্যাপক, আইএএস আইপিএস করুন। আমাদের এডিজি জাভেদ শামিম, আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিম। আমরা সবাইকে নিয়ে কাজ করি।"
এদিন মমতা বলেন, "যতক্ষণ জীবন থাকবে, আপনাদের জন্য লড়ব। অদূর ভবিষ্যতে যে শক্তি দেশ ভাঙার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা প্রার্থনা করি যে আমরা সেই শক্তি দূর করব। আমার জীবন মানুষের জন্য, ইনসাফের জন্য। কুরবানি দেব। মাথা ঝোকাব না।"
তিনি বলেন, "আপনাদের আচ্ছা দিন আসবে। আমরা ঝুটা আচ্ছে দিনের কথা বলি না। আমরা আচ্ছে দিন, সাচ্চা দিনের সঙ্গে।"
মমতা বলেন, "যদি কেউ এসে মিথ্যে প্রচার করে। হিন্দু-মুসলমানকে বিভক্ত করো না আাদা করার জন্য। তারা আমাকে অনেক গালগাাল দেয়। আপনারা সবাই আমাকে মানবতার জন্য লড়াই করার শক্তি দিন। লড়ার শক্তি আপনারা দেন।"
তিনি বলেন, "আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। ডিভাইড অ্যান্ড রুল নীতি যা হচ্ছে তা ঠিক নয়। বিচ্ছিন্নতার রাজনীতি ভাল নয়। আমরা ঐক্য চাই। আমরা ভারতীয়। আমাদের একসঙ্গে থাকার অধিকার আছে। ধর্ম শেখায় না পরস্পরের সঙ্গে লড়াই করার। একসঙ্গে থাকার অধিকার সবার রয়েছে।"
তিনি আরও বলেন, "বাংলা দেখাবে শান্তির পথ। এমন কিছু করবে না যাতে মন খারাপ হয়। আমি সেটা হতে দেব না।"
আরও পড়ুন: বিশ্বভারতীর ঘণ্টাতলা নতুন করে বানিয়ে দিল ASI, খুশি আশ্রমিকরা
আরও পড়ুন: বোল্ড লুকে 'ঝুমা বউদি', 'এমন করলে কী করে চলবে!' প্রশ্ন ফ্য়ানের
আরও পড়ুন: ২০২১ সালে ডবল টাকা ফিরিয়েছে এই কোম্পানিগুলো, দেখুন Top 10
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "২ বছর পর রেড রোডে ঈদ উদযাপন করছি। এমন ঘটনা কোথাও দেখা যায় না। এত ভ্রাতৃত্ব কোথাও দেখা যায় না।"
সভায় মমতা বলেন, "বাড়ি থেকে বের হয়ে দেখি বিশাল কালো মেঘ। কিন্তু জমায়েতটা অসাধারন। আমি প্রার্থনা করি যে বৃষ্টি হোক। তবে লোকেরা প্রার্থনা করার সময় নয়।"