scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Visva-Bharati University Gets Renovated Ghantatala: বিশ্বভারতীর ঘণ্টাতলা নতুন করে বানিয়ে দিল ASI, খুশি আশ্রমিকরা

Visva Bharati University Gets Renovated Ghantatala done by ASI abk one
  • 1/10

Visva-Bharati University Gets Renovated Ghantatala: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)-এর জন্য ভাল খবর। নতুন করে ঘণ্টাতলা তৈরি করল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI)।  

আরও পড়ুন: পোকায় খেল ২ কোটি বই, মাথায় হাত পাঠাগার দফতরের, ব্যথিত বইপ্রেমীরা

Visva Bharati University Gets Renovated Ghantatala done by ASI abk two
  • 2/10

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)-এর ভেঙে পড়া ঘণ্টাতলা (Ghantatala) নতুন ভাবে তৈরি করল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI)। গত কয়েক মাস ধরে এই স্থাপত্যটির পুরনো রূপ ফিরিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: 'কী দেখাচ্ছেন?' Urfi Javed লেদার প্যান্টস-ব্রা পরে ফের ট্রোলড

Visva Bharati University Gets Renovated Ghantatala done by ASI abk three
  • 3/10

সারনাথের প্রবেশদারের শিল্পরীতিতে এটি (Ghantatala) তৈরি করা হয়েছিল। ২০২০ সালে প্রচন্ড ঝড়ে এই ঘণ্টাতলার ওপর একটি বট গাছ ভেঙে পড়ে এবং ঘণ্টাতলা (Ghantatala)-টি সম্পূর্ন ভেঙে যায়। 

আরও পড়ুন: মেয়েদের কামনা বাড়ায় কালো আদা, রয়েছে আরও গুণ, জানুন

Advertisement
Visva Bharati University Gets Renovated Ghantatala done by ASI abk four
  • 4/10

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার অন্যতম বৈশিষ্ট প্রকৃতির মধ্যে শিক্ষা। তার জন্য আশ্রম চত্বরের রুক্ষ লাল মাটিকে সবুজ করে তোলা হয়েছিল। লাগানো হয়ে ছিল দেশবিদেশ থেকে আনা বিভিন্ন প্রজাতির গাছ। 

আরও পড়ুন: ঘরে চাল-ডাল শেষের মুখে, ভাল নেই রাণু মণ্ডল, দুঃখ ভুলতে গাইলেন 'কাঁচা বাদাম'...

Visva Bharati University Gets Renovated Ghantatala done by ASI abk five
  • 5/10

আর তার মধ্যে তৈরি করা হয়ে ছিল একাধিক স্থাপত্য। পাঠভবন চত্বরে ঘণ্টাতলা (Ghantatala) এদের মধ্যে অন্যতম স্থাপত্য।  

আরও পড়ুন: কার্শিয়াংয়ের কাছেই রূপসী রোহিণী, ঝুপ করে ঘুরে আসুন

Visva Bharati University Gets Renovated Ghantatala done by ASI abk six
  • 6/10

আশ্রম চত্বরে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম ঘণ্টাতলা (Ghantatala)। বিশ্বভারতী (Visva-Bharati University) সূত্রে জানা যায়, ১৯১৯ সালে লেডি রানু মুখার্জি তাঁর পাওয়া ছাত্রবৃত্তির ৩০ টাকা শান্তিনিকেতন বিদ্যালয়ে দান করেন।

আরও পড়ুন: বক্ষ ঢাকা প্রজাপতি দিয়ে! Kate Sharma বলছেন, 'ক্যাচ মি ইফ ইউ ক্যান'

Visva Bharati University Gets Renovated Ghantatala done by ASI abk seven
  • 7/10

সেই টাকায় সারনাথের প্রবেশদ্বারের শিল্পরীতিতে এই ঘণ্টাতলা (Ghantatala) তৈরি করা হয়। এর পরিকল্পনা করেছিলেন সুরেন্দ্রনাথ কর। পরে ঘণ্টাটি চুরি হয়ে গেলে ২০০২ সালে ঘন্টাটি পুনঃস্থাপিত হয়।

Advertisement
Visva Bharati University Gets Renovated Ghantatala done by ASI abk eight
  • 8/10

প্রসঙ্গত, একটা সময় শান্তিনিকেতন (Santiniketan) আশ্রমের আশেপাশে কোনও জনবসতি ছিল না। আশ্রমে ছাত্রছাত্রীদের পাশাপাশি থাকতেন শিক্ষকেরা। ছাত্রছাত্রীরা কোনও বিপদে পড়লে ঘণ্টাতলার ঘন্টা বেজে উঠত। ঘণ্টার আওয়াজ শুনে  ছুটে আসতেন গ্রামবাসীরা।

Visva Bharati University Gets Renovated Ghantatala done by ASI abk nine
  • 9/10

এমন কি এই ঘণ্টার ধ্বনিতেই আশ্রম জীবনের কাজকর্ম নির্বাহিত হত। ঘণ্টাতলার উপরে থাকা বট গাছের একটা অংশ নিচের দিকে নেমে আসায় ঘণ্টাতলার পরিকাঠামোর ক্ষতি হচ্ছিল। তার পরে ২০২০ সালে ঝড়ে বট গাছটি ভেঙে  পড়লে ঘণ্টাতলা সম্পূর্ণ ভেঙে পড়ে।  

Visva Bharati University Gets Renovated Ghantatala done by ASI abk ten
  • 10/10

এই বিষয়ে আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, ঘণ্টাতলা আবার আর আগের অবস্থায় ফিরে এসেছে শুনে ভাল লাগছে। শান্তিনিকেতনের পরিবেশ বাঁচাতে স্থাপত্যগুলি রক্ষা করতে হবে। তার সঙ্গে লাগাতে হবে গাছ।

Advertisement