BSE 500: শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য এই বছর বেশ ভাল গিয়েছে। ২০২১ সাল তাদের ভাল রিটার্ন দিয়েছে। বুল (Bull) চলেছে আর ঘরে এসেছে টাকা। বিএসই ৫০০ (BSR 500)-তে নথিভুক্ত অনেক কোম্পানি বিনিয়োগকারীদের ডবল টাকা পেরত দিয়েছে।
টাটার শেয়ার চড়েছে ১৮৪০ শতাংশ
২০২১ সালে টাটা গ্রুপ -এর বেশ কয়েকটি কোম্পানি ভাল ফল করেছে। বড়সড় লাভের মুখ দেখেছে তারা। তবে ইয়ার-টু-ডেট (YTD)-এর কথা বিচার করলে টাটা টেলিসার্ভিসেস (Tata Teleservices) মহারাষ্ট্র-এর শেয়ার ২৩ ডিসেম্বর পর্যন্ত ১৮৪০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: মেয়েদের কামনা বাড়ায় কালো আদা, রয়েছে আরও গুণ, জানুন
আর এর হাত ধরে এটি বিএসই ৫০০ (BSE 500)-এ থাকা কোম্পানির শেয়ারের মধ্যে সবথেকে বেশি চড়েছে। এরপর রয়েছে ট্রাইডেন্ট (Trident)। তাদের শেয়ারের দর বেড়েছে ৪৩৮ শতাংশ। আর পুনাওয়ালা ফিনকর্প (Poonawalla Fincorp)ও ভাল চমক দেখিয়েছে। তাদের বৃদ্ধি ৪০৬ শতাংশ।
আরও পড়ুন: আরও পড়ুন: কৃষক আন্দোলনের ধাত্রীভূমি, রেখায়-লেখায় ধরা বাঙালি শিল্পীর পেনসিলে
টপ টেনে কারা রয়েছে
বিএসই ৫০০ (BSE 500)-এ যে সংস্থার শেয়ার ২০২১ সালে ফাটাফাটি লাভ দিয়েছে সেই ১০টির ব্য়াপারে জেনে নিই। টপ টেনে যারা রয়েছে, তারা হল আদানি টোটাল গ্য়াস (Adani Total Gas, ৩৬৬ শতাংশ), জেএসডব্লু এনার্জি (JSW Energy, ৩৩৫ শতাংশ), আদানি ট্রান্সমিশন (Adani Transmission ৩১৫ শতাংশ)।
আরও পড়ুন: দেখা দিলেন শাহরুখ খান, আরিয়ান জামিন পাওয়ার পর এই প্রথম
এরপর রয়েছে গুজরাত ফ্লুরোকেমিক্যালস (Gujarat Flurochemicals, ৩০০ শতাংশ), হ্যাপিয়েস্ট মাইন্ডস টেকনোলি (Happiest Mind Technologies, ২৬৭ শতাংশ), কেপিআইটি টেকনোলজিস (KPIT Technologies, ২৬২ শতাংশ) এবং আদানি এন্টারপ্রাইজেস (Adani Enterprises২৬২ শতাংশ)
আরও পড়ুন: রাত-বিরেতে ঘুঙুরের শব্দ, ধূপধুনোর গন্ধও, শান্তিপুরের সেই বাড়িতে যাবেন?
বিদেশি বিনিয়োগকারীরা বাড়িয়েছে
চলতি বছরে শেয়ার বাজারে ভাল রিটার্নের অন্যতম কারণ বলা হচ্ছে বিদেশি পোর্টফোলিও এবং ঘরোয়া সংস্থা কেনাবেচা করছে। তবে করোনা আরও একবার ধাক্কা দিয়েছে বাজারে।
আরও পড়ুন: দুয়ারে COVID ভ্যাকসিন সার্টিফিকেট, এই নম্বরে হোয়াটসঅ্য়াপ করলেই
নভেম্বরে ওমিক্রনের কথা জানার পরই মার্কেটে আপ-ডাউন শুরু হয়েছিল। সেটা মনে করিয়ে দিয়েছে, করোনাভাইরাসের ভয় এখনও শেষ হয়নি। তবে আপাতত সে ধাক্কা কিছুটা হলেও সামলানো গিয়েছে।
আরও পড়ুন: বাঁদরদের জন্য গাছ লাগানো বিশেষ ব্রিজ, আরামে করবে রাস্তা পার