করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে রাজ্যে। স্কুল থেকে শুরু করে ধাপে ধাপে খুলে যাচ্ছে সবকিছুই। নাগরিক জীবন আবার ফিরছে স্বাভাবিক ছন্দে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের নয়া করোনা বিধি মেনে বুধবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে রাত ১২টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে। ভোর পাঁচটা থেকে শুরু হবে পরিষেবা। রাত ১২টা পর্যন্ত প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে।
এমনিতে করোনা আবহে ট্রেনের সময়সীমা কম ছিল। সেই সঙ্গে যাত্রী সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল। যা নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে দেখা দিয়েছিল প্রবল অসন্তোষ। কিন্তু গত বছরের শেষের দিক থেকে ফের শক্তিশালী হয়ে উঠতে থাকে করোনা। যারফলে নতুন বছরের শুরু থেকেই কাটছাঁট করা হয় লোকাল ট্রেনের সময়সীমায়। প্রথমে সন্ধ্যা ৭টা নাগাদ শেষ ট্রেন চালানোর কথা বলা হলেও পরে যাত্রীদের সুবিধাকে গুরুত্ব দিয়ে বাড়ানো হয় সময়। তারপর থেকে এতদিন রাত ১০টা পর্যন্ত পাওয়া যেত লোকাল ট্রেন।
এতদিন প্রান্তিক স্টেশন থেকে রাত ১০টায় ছাড়ত শেষ লোকাল। যার টাইম গতকাল থেকে বেড়েছে। গত সোমবারই রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়। কমিয়ে আনা হয় নাইট কারফিউয়ের সময়সীমা। রাত ১২টা থেকে ভোর পাঁচটা বিধিনিষেধ বুধবার থেকে কার্যকর হয়েছে। রাজ্যের সেই ঘোষণার পরই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে লোকাল ট্রেনের পরিষেবার সময় বাড়ানো হল।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, "বুধবার থেকে আবার স্বাভাবিক হয়েছে রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা। ভোর ৫টা থেকে রাত ১২ টা পর্যন্ত চলবে সমস্ত লোকাল, সাবার্বান ও ইএমইউ ট্রেনগুলি। যাত্রী সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে ভিড় নিয়ন্ত্রণ করতে আপাতত ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন। আগে এই সংখ্যা ছিল ৫০ শতাংশ। টাইমটেবিল মেনেই চলবে ট্রেন। যে ট্রেনটি রাত ১১.৫৫ মিনিটে ছাড়ার কথা ছিল তা ওই সময়ই ছাড়বে।