scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast:আবারও রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি, শুরু কবে? ভিজবে কোন কোন জেলা?

Weather Forecast
  • 1/12

বুধবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে তা জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 

Weather Forecast
  • 2/12

এবারের শীতে যেন বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। শীতের বিদায় বেলায় গত কয়েকদিন ধরেই রাজ্যে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছিল। 

Weather Forecast
  • 3/12


হাওয়া অফিস সূত্রে খবর, ফের একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরের ওপরে রয়েছে উচ্চচাপ বলয়। আর এই জোড়া ফলায় বাংলায় নতুন করে বৃষ্টি সম্ভাবনা। 
 

Advertisement
Weather Forecast
  • 4/12

এবার ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

Weather Forecast
  • 5/12

হাওয়া অফিস জানিয়েছে, ১৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। ১৯ থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। ২০ থেকে দক্ষিণ বঙ্গের কোলকাতা, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হবে। বাকি জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে।

Weather Forecast
  • 6/12

অর্থাৎ রবি এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

Weather Forecast
  • 7/12

এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। ফলে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা বাড়বে। 

Advertisement
Weather Forecast
  • 8/12

দক্ষিণবঙ্গে  প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। তবে ন্যূনতম তাপমাত্রা আপাতত ১৮ থেকে ১৯ ডিগ্রির মধ্যেই থাকবে।
 

Weather Forecast
  • 9/12

এদিকে  উত্তরবঙ্গে ১৯ তারিখ পর্যন্ত শুস্ক আবহাওয়া । শুধু দার্জিলিং ও কলিম্পং- এ হালকা বৃষ্ঠি হবে। ২০ তারিখ থেকে উত্তরবঙ্গের সবজায়গাতেই  হালকা বৃষ্টি হবে। 
 

Weather Forecast
  • 10/12

বঙ্গোপসগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ন হওয়ার প্রভাবে  এই বৃষ্টি হবে বাংলায়। 
 

Weather Forecast
  • 11/12

হাওয়া অফিস বলছে, আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতার  আকাশ পরিষ্কার থাকবে।বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। এদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি কম। 

Advertisement
Weather Forecast
  • 12/12

সেইসঙ্গে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, জাঁকিয়ে শীত ফেরার আর তেমন কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে ফের পারদ চড়বে।

Advertisement