scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Forecast : শীতের বিদায়বেলাতেও বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

বৃষ্টিপাতের
  • 1/9

Weather Forecast : আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তাপমাত্রা এখনই কমছে না। রাতের তাপমাত্রা আরও বাড়তে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের
  • 2/9

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে হাল্কা এবং মাঝারি বৃষ্টিপাত হবে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই সময়ে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। 

বৃষ্টিপাতের
  • 3/9

আগামী ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও ২০ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উপকূলের জেলা যেমন দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ,হুগলি, কলকাতাতে। 

Advertisement
জেলাগুলোতে
  • 4/9

হাওয়া অফিসের পূর্বাভাস এই সময়ে বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে। রাতের তাপমাত্রা আগামী ৩ দিনে আরও ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। 

দার্জিলিং
  • 5/9

আগামী ১৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এ হালকা মাঝারি বৃষ্টি হবে। কুড়ি তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। 

শীতল
  • 6/9

বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত, ফলে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে এ রাজ্যে। পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল হাওয়া ও জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার মিশ্রণ এই বৃষ্টিপাতের কারণ।

আপাতত
  • 7/9

ফলে তাপমাত্রার এখন নামার আপাতত কোনও সম্ভাবনা নেই। বৃদ্ধির আগে রাতের তাপমাত্রা ফের বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

Advertisement
কলকাতার
  • 8/9

এই মুহূর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা
  • 9/9

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই তাপমাত্রা আরও বড়বে। ফলে এখনই জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন না বঙ্গবাসী।

Advertisement