scorecardresearch
 
Advertisement
কলকাতা

Heavy Rain Forecast In North Bengal : ৩ জেলায় আজও অতিভারী বৃষ্টির পূর্বাভাস, বড় দুর্যোগ সিকিমেও

প্রতীকী ছবি
  • 1/6

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি জারি উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন জায়গায়। সকাল থেকেই বৃষ্টি চলছে শিলিগুড়ি-দার্জিলিংয়ের মতো জায়গাগুলিতে।

 

প্রতীকী ছবি
  • 2/6

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আগামিকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। এই ৩ জেলায় কিছু কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুননভেম্বরেই সূর্যের বৃশ্চিকে প্রবেশ, সব দুঃখ-কষ্টের অবসান হতে পারে ৬ রাশির

প্রতীকী ছবি
  • 3/6

পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায়। ফল কয়েকটি জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আরও পড়ুন৬ দিন পর সূর্যের গোচর, ৪ রাশির আসতে পারে ফাটাফাটি সময়

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

প্রসঙ্গত বৃষ্টি ও ধসে বিধ্বস্ত প্রতিবেশী রাজ্য সিকিমও (Sikkim)। ফলে উত্তরবঙ্গ তথা সিকিমে বেড়াতে গিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন বহু পর্যটক। সিকিমের কিছু জায়গায় আজও জারি রয়েছে কমলা সতর্কতা।

প্রতীকী ছবি
  • 5/6

অন্যদিকে আগামী ১৬ তরিখ পর্যন্ত কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। 

প্রতীকী ছবি
  • 6/6

তবে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিমের দিকে, অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে। 

Advertisement