Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: এবার প্রতীক্ষার অবসান! সপ্তাহ শেষেই রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা

  • 1/9

সোমবারের পর মঙ্গলবারও শহরের আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হল না। । তবে সপ্তাহান্তে রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
 

  • 2/9

চলতি মরসুমে এখনও পর্যন্ত ১৫.৪ ডিগ্রির নীচে নামেনি শহরের পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং জম্মু ও কাশ্মীরের পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
 

  • 3/9

মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। সর্বনিম্ন ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। সকালে ছিল ঘন কুয়াশার দাপট।

Advertisement
  • 4/9

আগামী ৪৮ ঘণ্টা কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।  আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নামার কোন সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। 

  • 5/9

আবহাওয়ার দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪  ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে। আগামী ২৪ ঘণ্টায়  হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই তীব্র কুয়াশার দাপট দেখা দিতে পারে। যার জেরে দৃশ্যমানতাও নেমে যেতে পারে।

  • 6/9

পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার সকালেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  কুয়াশার দাপট দেখা গিয়েছে।  আগামী ২৪ ঘণ্টায়  গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

  • 7/9

রাজ্যে  জাঁকিয়ে শীত এখনও অধরাই। তবে হাওয়া অফিস বলছে বঙ্গবাসীর সেই শীত-ভোগে পূর্ণতা আসতে চলেছে শীঘ্রই। আবহাওয়ার বড়সড় কোনও হেরফের না হলে আগামী শুক্রবার থেকেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। রাতের দিকে ঠান্ডা পড়বে আরও বেশি। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে পারদ। 

Advertisement
  • 8/9

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। জমাটি ঠান্ডা থাকবে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত।  উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ নামলেও এতদিন দক্ষিণবঙ্গ জুড়ে শীত নিয়ে  আফশোস রয়ে গিয়েছিল।

  • 9/9

এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে।  ঝঞ্ঝার প্রভাবে আকাশে মেঘও ঢুকবে। তবে গোটা ছবিটা বদলে যাবে বৃহস্পতিবার থেকে। চলতি ঝঞ্ঝাটি চলে যাওয়ার পর আপাতত সপ্তাহখানেক আর কোনও ঝঞ্ঝা আসবে না। ফলে উত্তর ভারত থেকে বাধাহীন ভাবে বইবে কনকনে বাতাস। তাই আবহবিদদের পর্যবেক্ষণ, শুক্রবারই কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে যাবে। এরকম চলবে অন্ততপক্ষে পরের বুধবার পর্যন্ত।

Advertisement