scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Rain Forecast-Hailstorm: ঝড়-বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে, ৯ জেলায় শিল পড়ারও পূর্বাভাস

প্রখর রোদ থেকে সাময়িক স্বস্তি মিলতে চলেছে
  • 1/8

প্রখর রোদ থেকে সাময়িক স্বস্তি মিলতে চলেছে। কাল রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, একই সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। ৬০ কিমি পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। এই  দুর্যোগ চলবে শনিবার পর্যন্ত। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি।
 

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে
  • 2/8

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ তাপমাত্রা বেশি রয়েছে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বেড়েছে। কাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
 

একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে
  • 3/8

হাওয়া অফিস জানিয়েছে, একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে। যা বিহার ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে। মধ্যপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
 

Advertisement
 রাতের তাপমাত্রা বাড়বে
  • 4/8

দক্ষিণবঙ্গে আজ দিনের ও রাতের তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বেশ খানিকটা বাড়বে। আজও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। 
 

ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে
  • 5/8

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। শিলাবৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। 
 

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
  • 6/8

শুক্রবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবারে ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
 

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা
  • 7/8

উত্তরবঙ্গে শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে।
 

Advertisement
শনিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে
  • 8/8

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। 

Advertisement