Advertisement
কলকাতা

21 July: এ বছর কেমন হল TMC-র একুশে জুলাই সভা? বাছাই করা ১২টি ছবিতে দেখে নিন

  • 1/12

তৃণমূলের কাছে অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ হল এই ২১ জুলাই। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সমাবেশ দলের কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি অক্সিজেন জোগাল বলেই মনে করছে জোড়াফুল শিবির। প্রতিবছরের মতো এবারও ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বাঁধা হয়েছিল মঞ্চ। রাজ্যের নানা প্রান্ত থেকে ধর্মতলায় তৃণমূলের কর্মী-সমর্থকেরা জড়ো হয়েছিলেন দলনেত্রীর বার্তা শুনতে। সমাবেশ মঞ্চে প্রধান আকর্ষণ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন নিঃসন্দেহে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতেও ভিড় জমিয়েছিল জনতা। হাতে মমতা-অভিষেকের প্ল্যাকার্ড নিয়ে জমায়েত করেছিলেন বহু সংখ্যক মানুষ। কারও হাতে দেখা গিয়েছে, বাংলা থেকেই দেশের প্রধানমন্ত্রী চাই লেখা ব্যানারও। 

  • 2/12

ধর্মতলার মঞ্চে ছিল তারকার হাট। উপস্থিত রয়েছেন মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, কবি সুবোধ সরকার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী সমিতির সদস্য শান্তিরঞ্জন দাশগুপ্ত, প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, রহিম নবি প্রমুখ। মঞ্চে দেখা গিয়েছে, বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামী শিল্পীদের। তালিকায় ছিলেন সাংসদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্র, রূপাঞ্জনা মিত্র (সোমবারই যোগ দেন তৃণমূলে), সৌমিতৃষা কুণ্ডু, সোমা চক্রবর্তী, সুভদ্রা মুখোপাধ্যায়-সহ ছোট এবং বড় পর্দার অভিনেত্রীরা। ছিলেন ভরত কল, দিগন্ত বাগচী, পরিচালক অরিন্দম শীলও।

  • 3/12

সভা শুরুর আগে ধর্মতলার মঞ্চে উপস্থিত কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে সঙ্গীত পরিবেশন করলেন সৌমিত্র রায় এবং সুরজিৎ চট্টোপাধ্যায়। ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। গান গাইতে শোনা যায় নচিকেতা চক্রবর্তীকেও। 

Advertisement
  • 4/12

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘বাংলায় জিততে না পেরে, বাঙালি দেখলে গাত্রদাহ হয় BJP-র।’ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সুর চড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাঙালি অস্মিতাকে সামনে রেখে কেন্দ্রের শাসকদলকে লাগাতার নিশানা করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেকের চ্যালেঞ্জ, ২০২৬-এ এই BJP-কে দিয়েই ‘জয় বাংলা’ বলানো হবে। ঠিক যে ভাবে এখন, জয় শ্রীরাম সরিয়ে রেখে, তাঁরা জয় মা কালী, জয় মা দুর্গা বলছেন। এমনকী ২৬-এর পরে BJP-কে গণতান্ত্রিক ভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানোরও কথাও বলেন অভিষেক। একই সঙ্গে অভিষেকের হুঁশিয়ারি, ‘২০২১-এর আগে বলেছিলাম খেলা হবে, এ বার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে।’

  • 5/12

একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'BJP-র আমলে ১ কোটিরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন। তবে BJP-র আমল তো সুপার এমারজেন্সি। বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। সেটাও বুঝতে হব। ওরা বলছে ১৭ লাখ লোকের নাম কাটতে হবে। ওদের জ্ঞান নেই। সোশ্যাল নেটওয়ার্কে অনেক মিথ্যা কথা ছড়ানো হয়। সেগুলো বিশ্বাস করবেন না। বাংলার নিজস্ব সংস্কৃতি আছে।'

  • 6/12

রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বাস, লরি, নৌকা চড়ে ধর্মতলায় এসেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শহিদ সমাবেশের কারণে যানবাহন না পাওয়ারও অভিযোগ উঠেছে।তৃণমূলের দাবি, চলতি বছর রেকর্ড ভিড় হয়েছে ধর্মতলার শহিদ সমাবেশ।

  • 7/12

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সরাসরি স্কটল্যান্ড থেকে বাংলায় ফিরে ২১ জুলাইয়ের মঞ্চে আসেন দেব। কালো শার্ট এবং রোদচশমায় ধর্মতলার সভাস্থলে আসতে দেখা যায় তাঁকে। 

Advertisement
  • 8/12

২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরে শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিজনেরা এবং পহেলগাঁও জঙ্গি হানায় মৃত বিতান অধিকারীর বাবা-মা। মঞ্চ থেকে ঝন্টু আলি শেখ এবং বিতান অধিকারীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন তিনি। ঝন্টু আলি এবং বিতান অধিকারীর পরিবারের সদস্যদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূল নেত্রী। দলীয় কর্মীদের ১ টাকা করে দেওয়া আর্থিক সাহায্য থেকে এই অর্থ দেওয়া হয় ঝন্টু এবং বিতানের পরিবারকে। 

  • 9/12

মমতা বলেন, 'কথায় কথায় নবান্ন অভিযান করছে বিরোধীরা। আমার বাড়ির দিক অভিযান করছে। এবার থেকে BJP নেতাদের বাড়ির সামনে বসে পড়বেন। এবারের স্লোগান জব্দ হবে, স্তব্ধ হবে।' 

  • 10/12

বক্তব্যের একেবারে শুরুতেই BJP-কে খোঁচা দিয়ে অভিষেক বলেন, ‘BJP-র কাছে ED, CBI, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, পেগ্যাসাস, সবই আছে। তার পরেও বাংলায় BJP জিততে পারেনি। কারণ, আমাদের মতো কর্মী ওদের কাছে নেই। আর আমাদের কর্মীরাই আমাদের শক্তি। BJPভোটের ময়দানে জিততে না পেরে, বাংলার মানুষকে ভাতে মারতে গায়ের জোরে টাকা আটকে রাখে। এটাই ওদের বাংলা বিরোধিতার পরিচয়।’

  • 11/12

'ভাষার উপর আঘাত মানব না। তৃণমূলের দর্শন, BJP-বাম বিসর্জন। মহারাষ্ট্রে জোর করে হারিয়েছে। এভাবে ক্ষমতায় এসেছে। বাংলাকে এখন টার্গেট করছে গেরুয়া শিবির। তবে আমরাও জবাব দেব।' শহিদ মঞ্চ থেকে বলেন দলনেত্রী। 

Advertisement
  • 12/12

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবারও দেখা যায় ২১ জুলাইয়ের শহিদ বেদিতে মাথা নত হয়ে প্রণাম জানাতে। 

Advertisement