scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Alert: রেড অ্যালার্ট, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্যোগ কবে থেকে?

নিম্নচাপ
  • 1/9

Weather Alert: ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তার জেরে ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়, বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি থেকে শুরু করে ধসও নামতে পারে। (ব্যবহার করা সমস্ত ছবি প্রতীকী)

বৃষ্টিপাতের
  • 2/9

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বেশ কিছু জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতাও। 

দক্ষিণবঙ্গের
  • 3/9

সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা রয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

Advertisement
কলকাতা
  • 4/9

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। 

বুধবার
  • 5/9

আগামী বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে।

বৃহস্পতিবার
  • 6/9

সেই সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সতর্ক
  • 7/9

বিশেষ করে সতর্ক করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরকে। সেখানে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement
ওড়িশাতে
  • 8/9

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও সবথেকে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে ওড়িশাতে। ইতিমধ্যে সেখানে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্ক করা হয়েছে।

আবহাওয়ার
  • 9/9

বৃহস্পতিবার পর্যন্ত নিম্নচাপের প্রকোপ থাকতে পারে। তার পর থেকে কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া  অফিস। 

Advertisement