সময় যত বাড়ছে ততই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশায় উপকূলবর্তী এলাকাগুলিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। বাংলাতেও এর ভালোরকম প্রভাব পড়বে।
সময় যত বাড়ছে ততই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশায় উপকূলবর্তী এলাকাগুলিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। বাংলাতেও এর ভালোরকম প্রভাব পড়বে।
বিশেষ করে দক্ষিণবঙ্গে প্রভাব দেখা যাবে সবথেকে বেশি। নিম্নচাপের জেরে বইবে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ হতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টায়।
ইতিমধ্যেই দিঘার সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। পর্যটকদের সমুদ্রের কাছে যেতে বারণ করা হচ্ছে প্রশাসনের তরফে।
বৃষ্টি শুরু হতে পারে মঙ্গলবার থেকেই। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকতে পারে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবার থেকে ভারী ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হলেও সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে।
তালিকায় রয়েছে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। এদিন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হলেও কাল ভারী বৃষ্টি হবে হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে।
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। কয়েকটি জেলায় প্রবল বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছে, বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের নিচু এলাকাগুলিতে জল জমতে পারে। ক্ষতি হতে পারে জমিতে থাকা ফসলের।
সমুদ্র উপকূলবর্তী জেলা যেমন, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও এলাকা ভাসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।