scorecardresearch
 
Advertisement
কলকাতা

Bengal Weather Latest Update Rain Alert: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস

আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 1/13

সময় যত বাড়ছে ততই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশায় উপকূলবর্তী এলাকাগুলিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। বাংলাতেও এর ভালোরকম প্রভাব পড়বে। 

আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 2/13

সময় যত বাড়ছে ততই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশায় উপকূলবর্তী এলাকাগুলিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। বাংলাতেও এর ভালোরকম প্রভাব পড়বে। 

আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 3/13

বিশেষ করে দক্ষিণবঙ্গে প্রভাব দেখা যাবে সবথেকে বেশি। নিম্নচাপের জেরে বইবে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ হতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টায়। 

Advertisement
আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 4/13

ইতিমধ্যেই দিঘার সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। পর্যটকদের সমুদ্রের কাছে যেতে বারণ করা হচ্ছে প্রশাসনের তরফে। 

আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 5/13

বৃষ্টি শুরু হতে পারে মঙ্গলবার থেকেই। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকতে পারে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। 

আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 6/13

আলিপুর আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবার থেকে ভারী ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হলেও সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। 

আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 7/13

তালিকায় রয়েছে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। এদিন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হলেও কাল ভারী বৃষ্টি হবে হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

Advertisement
আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 8/13

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। 

আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 9/13

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। কয়েকটি জেলায় প্রবল বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 10/13

আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছে, বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের নিচু এলাকাগুলিতে জল জমতে পারে। ক্ষতি হতে পারে জমিতে থাকা ফসলের। 

আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 11/13

সমুদ্র উপকূলবর্তী জেলা যেমন, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও এলাকা ভাসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement
আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 12/13

তবে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির ঘাটতি রয়েছে অনেকটাই। এবার সেই ঘাটতি কমতে পারে বলে মনে করা হচ্ছে। 

আরও কাছে নিম্নচাপ, শুরু বৃষ্টি; ভাসবে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস
  • 13/13

এখন দেখার এই বৃষ্টির জেরে কী প্রভাব কোন জেলায় কেমন পড়ে। 

Advertisement