scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weekly Weather Update: মান্দাসের পর নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা, বেড়েছে তাপমাত্রা, শীতের দেখা কবে?

West Bengal Weather forecast
  • 1/10

হঠাৎ করে কমে গিয়েছে ঠান্ডা। শনিবার বেড়েছে শহরের তাপমাত্রা।  শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। তা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় শনিবার। এদিকে আবার আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্তের আভাস। সবমিলিয়ে শীত আবার কবে ফিরছে?    

West Bengal Weather forecast
  • 2/10

আবহাওয়া অফিস জানিয়েছে,আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রির কাছাকাছি। যা থাকার কথা ১৫ ডিগ্রি সেলসিয়াস। 
 

West Bengal Weather forecast
  • 3/10

বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মান্দাসে পরিণত হয়েছিল। তার সরাসরি প্রভাব পড়েনি বাংলায়। তবে গভীর নিম্নচাপের কারণেই বাধা পেয়েছিল উত্তুরে হাওয়া। উল্টে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢোকায় তাপমাত্রা বেড়ে গিয়েছে।

Advertisement
West Bengal Weather forecast
  • 4/10

রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৩  ডিগ্রি বেড়ে গিয়েছে। আগামী ৪-৫ দিনে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। 
 

West Bengal Weather forecast
  • 5/10

আবহাওয়া দফতর জানিয়েছে,স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা।

West Bengal Weather forecast
  • 6/10

১৬ ডিসেম্বর, শুক্রবারের পর থেকে আবার তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

West Bengal Weather forecast
  • 7/10

উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক। আগামী পাঁচ দিন একইরকম থাকবে। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এছাড়া কুয়াশা বা তুষারপাতের কোনও রকম সতর্কবার্তা নেই।

Advertisement
West Bengal Weather forecast
  • 8/10

এদিকে শুক্রবার তামিলনাড়ুর মমল্লপুরমের কাছে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মান্দাস। এর মধ্যে নতুন করে ঘূর্ণিঝড়ের কথা জানাল হাওয়া অফিস। 

West Bengal Weather Forecast
  • 9/10

আবহাওয়া অফিস জানিয়েছে, ১৩ ডিসেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরি অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে  দক্ষিণ আন্দামান সাগরে। 
 

West Bengal Weather Forecast
  • 10/10

ওই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। তার পর ঘূর্ণিঝড়ে। তবে সেটা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। নতুন করে নিম্নচাপ তৈরি হলে বঙ্গের শীতের উপর প্রভাব পড়তে পারে। বাড়তে পারে তাপমাত্রা।

Advertisement