
শীতের কামড় কী জিনিস, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজ্যবাসী। চলতি বছরের জানুয়ারি মাস রেকর্ড ঠান্ডা পড়েছে গোটা রাজ্যে। মঙ্গলবার মরশুমের শীতলতম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার তার থেকে সামান্য বাড়লেও (১০.৩ ডিগ্রি সেলসিয়াস) ১০-এর উপর ওঠেনি।

গত কয়েকদিনেই পূর্বাভাসে বারবার উঠে এসেছে উত্তুরে হাওয়ার কথা। কিন্তু প্রশ্ন একটাই হঠাৎ করে এত প্রবল হাওয়া আসছে কোথা থেকে? সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ। আবহাওয়াবিদরা মনে করছেন, এর কারণে আরও কিছুটা তাপমাত্রার পারদ নামতে চলেছে বঙ্গে।

জানা গিয়েছে, এই নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে। তাই সরাসরি তেমন কোনও প্রভাব পড়বে না রাজ্যে। বৃষ্টিরও আপাতত কোনও সম্ভবনা নেই। যদিও আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, এই মুহূর্তে বৃষ্টি হলে বাতাসে আর্দ্রতার পরিমাণ আরও বাড়বে। তবে পূর্বাভাস অনুযায়ী, সে সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের প্রভাবে ঠিক কী হবে এ রাজ্যে?

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তুরে হাওয়ার পথ আটকায়নি। বরং সেই পথ আরও প্রশস্ত করেছে। ফলে আগামী ৩ দিন এমন হু হু করেই উত্তুরে হাওয়া প্রবেশ করবে বঙ্গে।

২-৩ দিন পর বঙ্গে তাপমাত্রা বড়জোর ২ ডিগ্রি বাড়তে পারে। মোটের উপরে আগামী বেশ কয়েকদিন থিতু হবে শীত।

আগামী ৩ দিনে উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক তাপমাত্রা থাকবে।

সময়টা ছিল ২০১৩ সালের ৯ জানুয়ারি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সেই ১৩ বছরের রেকর্ড ভেঙে আবারও কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রিতে। মঙ্গলবারের পর বুধেও সর্বনিম্ন তাপমাত্রা ১০-এর ঘরে।

পারদ পতনের নিরিখে সর্বকালীন রেকর্ড ১৮৯৯ সালের ২০ জানুয়ারি। সেই দিনে তাপমাত্রা নেমেছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে।

মঙ্গলবার কলকাতার পাশাপাশি দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম। আসানসোলে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৭.৮ ডিগ্রি, ডায়মন্ডহারবারে ৯.৪ ডিগ্রি, দিঘায় ৯.৮ ডিগ্রি, মালদহে ৯.৭ ডিগ্রি। সবচেয়ে ঠান্ডা পড়েছে শ্রীনিকেতনে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

হাওয়া অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহ এবং ‘শীতল দিন’-এর পরিস্থিতি থাকবে কিছু জেলায়। তবে সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে।