scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather West Bengal : বৃষ্টির পূর্বাভাস, জানুয়ারিতেই গরমে হাঁসফাঁস করবে রাজ্যবাসী?

রাজ্যে আবহাওয়ার বিরাট বদল
  • 1/10

রাজ্যে আবহাওয়ার বিরাট বদল। মাঝ জানুয়ারিতেই কার্যত উধাও শীত। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। যার জেরে গরম সহ্য করতে হচ্ছে। 

 আবহাওয়া নিয়ে এল বড় আপডেট
  • 2/10

এরইমধ্যে আবহাওয়া নিয়ে এল বড় আপডেট। আজ শনিবার গত একান্ন বছরে সবচেয়ে উষ্ণতম মকর সংক্রান্তি।  কলকাতার তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি। এর আগে ২০০০ সালে ১৮.৮ ছিল। এবং ২০১৫ সালে ৪ জানুয়ারি ১৯. ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে
  • 3/10

আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। উত্তুরে হাওয়া আটকে আছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে । আপাতত এই পরিস্থিতি বদলের সম্ভাবনা কম।  

Advertisement
হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার কলকাতা-সহ উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে
  • 4/10

হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার কলকাতা-সহ উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  এই তালিকায় আছে মোট সাতটি জেলা।

দার্জিলিংয়ে কাল অর্থাৎ রবিবার থেকেই বৃষ্টি হবে
  • 5/10

সেই জেলাগুলি হল, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও দার্জিলিং। তবে দার্জিলিংয়ে কাল অর্থাৎ রবিবার থেকেই বৃষ্টি হবে। সেই বৃষ্টি টানা চলবে কয়েকদিন। 

মবার থেকে সামান্য পারাপতন হবে
  • 6/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে সামান্য পারাপতন হবে। কলকাতায়  ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামবে পারদ। বুধবার আবার তা বেড়ে যাবে।

সব জেলাতেই আগামী ৫ দিন তাপমাত্রা খুব একটা কমবে না
  • 7/10

 রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী ৫ দিন তাপমাত্রা খুব একটা কমবে না। সকালের দিকে রবি ও সোমবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর হাওড়া এবং কলকাতায় ঘন কুয়াশা থাকবে।

Advertisement
আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই
  • 8/10

হাওয়া অফিস আরও জানিয়েছে, আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। অন্ততঃ আগামী ৫ দিন একেবারেই নেই। যদি পারিপার্শ্বিক পরিস্থিতিতে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় নষ্ট হয়ে যায় তাহলে ১৯ বা ২০ তারিখের পর আর একটা ছোট শীতের স্পেল পাওয়ার সামান্য সম্ভাবনা। 

উচ্চচাপ বলয় সম্পূর্ণ নষ্ট না হলে বঙ্গে আর শীত ফিরতে না পারে
  • 9/10

কিন্তু, উচ্চচাপ বলয় সম্পূর্ণ নষ্ট না হলে বঙ্গে আর শীত ফিরতে না পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। 

উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলায় শীতের আমেজ থেকে যাবে
  • 10/10

তবে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলায় শীতের আমেজ থেকে যাবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও উপকূলের জেলার। 

Advertisement