চড়ল পারদ। তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গরম অনুভূতি। ভোরের দিকে হালকা ঠান্ডা লাগলেও বেলা বাড়লে আরও চড়বে পারদ। এই দু'দিন এমনই আবহাওয়া থাকতে চলেছে। সুতরাং, শীতহীন মকর সংক্রান্তির সাক্ষী থাকবে বাংলা।
রাজ্যজুড়েই শনি ও রবিবার তাপমাত্রা বৃদ্ধি পাবে, যা সোমবার থেকে ফের বদলাবে। শীত বিরতি কাটিয়ে ফের ঝোড়ো ব্যাটিং ধরবে।
কলকাতায় আরও দুই ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে কলকাতা ও হাওড়া এবং দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভোরে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে।
তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে চলে যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবারও একই রকম আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং সহ কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। যা আগামী দু-তিন দিন চলবে। এছাড়া, আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাতাসে জলীয় বাষ্প বেড়েছে। যার জেরে গরম অনুভূতি হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই ফের জাঁকিয়ে শীত।
গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বেলায় তা ১৭ ডিগ্রিতে পৌঁছয়। আজ, ভোরের তাপমাত্রা ১৫ ডিগ্রির বেশিই আছে। বেলা বাড়লে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা।
এদিকে, উত্তর ভারত সহ দেশের আরও কিছু অংশে প্রচণ্ড ঠান্ডা ফিরতে চলেছে। আবহাওয়া দফতরের মতে, ১৪ জানুয়ারি থেকে দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা পড়বে।
আবহাওয়া দফতরের মতে, ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত রাজস্থানের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। একই সময়ে, ১৪ এবং ১৫ জানুয়ারি কর্ণাটকের কিছু অংশে শৈত্যপ্রবাহের অবস্থা থাকবে।