দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। নির্ধারিত সময়ের কিছুটা পরে হলেও অবশেষে দক্ষিণবঙ্গবাসীও (South Bengal) পেল বর্ষার ছোঁয়া।
আলিপুর আবহওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ার কিছু অংশে ঢুকেছে বর্ষা। পরিস্থিতি অনুকূলে থাকলে আর ১-২ দিনের মধ্যে বাকি অংশেও বর্ষার প্রবেশ ঘটবে।
তবে আপাতত ২০ জুনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। আজ ও আগামিকাল মুর্শিদাবাদ ও বীরভূমে হতে পারে ভারী বৃষ্টিপাত।
আরও পড়ুন - নিজেকে ২০০ বারের বেশি বিষধর সাপের ছোবল খাইয়েছেন ইনি, কেন?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার শহর কলকাতা (Kolkata) ও সংলগ্নে এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
পাশাপাশি দিনের সর্বোনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। একইসঙ্গে আকাশ মেঘলা এবং বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
অন্যদিকে বৃষ্টি চলছে উত্তরে জেলাগুলিতে। উত্তরবঙ্গের (North Bengal) ওপরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে।
আরও পড়ুন - এশিয়ার দীর্ঘতম দাঁতযুক্ত হাতির মৃত্যু, সাইজ কত?