Advertisement
কলকাতা

West Bengal Winter Update: সাগরে ঘূর্ণাবর্ত শীতে বাধা, নতুন দুর্যোগ? যা জানাল হাওয়া অফিস...

  • 1/9

দুয়ারে শীত। হু হু করে বইছে উত্তুরে হাওয়া।  বেলা গড়ালে উধাও হচ্ছে ঠান্ডা। তবে সন্ধেয় মালুম পাওয়া যাচ্ছে। জেলায় জেলায় ইতিমধ্যেই শীত পড়ে গিয়েছে। বেরিয়ে গিয়েছে গরম পোশাকও। এমন শীত শীত ভাব আর কদিন থাকবে?  

  • 2/9

রাজ্যে বইছে হিমেল হাওয়া। সেজন্য ঠান্ডাও লাগছে। ওঠানামা করছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী কয়েক দিন এমন আবহাওয়া অর্থাৎ শীত শীত ভাব থাকবে।

  • 3/9

আগামী ৫ দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশ থাকবে। 

Advertisement
  • 4/9

আবহাওয়া অফিস জানিয়েছে,দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের কারণে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে ঘূর্ণাবর্তের জেরে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

  • 5/9

শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। 

  • 6/9

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হিমেল হাওয়ায় শিরশিরানি ভাব থাকবে।

  • 7/9

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত সরলে তাপমাত্রা আরও কমতে পারে। উত্তুরে হাওয়ার দাপটে সর্বোচ্চ তাপমাত্রা খানিকটা কমেছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

Advertisement
  • 8/9

উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢোকার জন্য যে ঠান্ডা রয়েছে সেটাই থাকবে। 

  • 9/9

উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কুয়াশা বা তুষারপাতের সতর্কবার্তা থাকছে না। 

Advertisement