
নভেম্বর মাসের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে, এখন শীত বিলাসীদের একটাই প্রশ্ন কবে জাঁকিয়ে পড়বে ঠান্ডা। আর তাদের জন্যই সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েক দিন। আগামী সপ্তাহে আরো একটু নীচে নামতে পারে তাপমাত্রার পারদ।

সুতরাং আগামী কয়েক দিনে শীতের আমেজ স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় ।

মেঘমুক্ত পরিষ্কার আকাশ তাই রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

এই মুহূর্তে উত্তরে হাওয়া তেমন কোন বাধার সম্মুখীন হচ্ছে না। যদি পরিস্থিতি সেরকম থাকে তাহলে আগামী সপ্তাহে আরো খানিকটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আগামী সপ্তাহ থেকে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২২ নভেম্বর থেকে রাজ্য জুড়ে পারদ পতন শুরু হবে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী কয়েক দিন রাজ্যে তাপমাত্রার স্বাভাবিকের নীচেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্যান্য জেলার থেকে তুলনায় অনেকটা কম থাকবে।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালবেলা হালকা কুয়াশা এবং শিশির পড়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, তাপমাত্রা কলকাতা শহরেও নামবে। ডিসেম্বরেও তাপমাত্রার পারদ পতন জারি থাকবে। শহরে জাঁকিয়ে শীত কবে পড়বে তা নিয়ে অবশ্য এখনও সঠিক কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। প্রাথমিক ভাবে দাবি করা হয়েছে ১৫ ডিসেম্বর থেকে শহরে জাঁকিয়ে শীত পড়বে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক, গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।