scorecardresearch
 

Mohammed Selim CPIM West Bengal State Secretary : CPIM রাজ্য সম্পাদক সেলিম, নেই বিমান-সূর্য-রবীন

Mohammed Selim CPIM West Bengal State Secretary:  সিপিআইএম রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম (WB CPIM State Secretary Mohammed Selim)। বৃহস্পতিবার শেষ হয় দলের তিনদিনের রাজ্য সম্মেলন (CPIM West Bengal State Conference)।

Advertisement
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
হাইলাইটস
  • সিপিআইএম রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম
  • বৃহস্পতিবার শেষ হয় দলের তিনদিনের রাজ্য সম্মেলন
  • সেখানে সর্বসম্মতিক্রমে মহম্মদ সেলিম সম্পাদক নির্বাচিত হয়েছেন

Mohammed Selim CPIM West Bengal State Secretary: সিপিআইএম রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম (WB CPIM State Secretary Mohammed Selim)। বৃহস্পতিবার শেষ হয় দলের তিনদিনের রাজ্য সম্মেলন (CPIM West Bengal State Conference)। সেখানে সর্বসম্মতিক্রমে মহম্মদ সেলিম (Mohammed Selim) সম্পাদক নির্বাচিত হয়েছেন। গঠিত হয়েছে দলের ৭৯ জনের রাজ্য কমিটি। 

দলের রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, গৌতম দেবের মতো নেতারা। বেশ কয়েকজন নতুন মুখকে দলের রাজ্য কমিটিতে আনা হয়েছে। মিনতি ঘোষকে কন্ট্রোল কমিশনের চেয়ারপার্সন করা হয়েছে।

আরও পড়ুন: Qute দেশের সবচেয়ে সস্তা 'গাড়ি', ৩৪ কিলোমিটার মাইলেজ, আর কী চাই!

দলের রাজ্য় কমিটির সদস্যরা হলেন-

মহম্মদ সেলিম
শ্রীদীপ ভট্টাচার্য
অমিয় পাত্র
সুজন চক্রবর্তী
রামচন্দ্র ডোম
আভাস রায়চৌধুরী
অনাদি সাহু
কল্লোল মজুমদার
সুমিত দে
পলাশ দাস
শমীক লাহিড়ী
অমল হালদার
সুখেন্দু পাণিগ্রাহী
জীবেশ সরকার
দেবাশিস চক্রবর্তী
দেবলীনা হেমব্রম
রমা বিশ্বাস
অচিন্ত্য মল্লিক
অম্বর মিত্র
সায়নদীপ মিত্র
পুলিনবিহারী বাস্কে
অঞ্জু কর
তাপস সিনহা
অতনু সাহা
সলিল আচার্য
নারায়ণ বিশ্বাস
নিরঞ্জন সিহি
অজিত পতি
রত্না দত্ত
সমন পাঠন
জিয়াউল আলম
দেবব্রত ঘোষ
সোমনাথ ভট্টাচার্য
মৃণাল চক্রবর্তী
রূপা বাগচী
গৌরাঙ্গ চট্টোপাধ্যায়
দিলীপ ঘোষ
গার্গী চট্টোপাধ্যায়
তমসের আলি
মেঘলাল শেখ
রাহুল ঘোষ
অনন্ত রায়
আনোয়ারুল হক
নন্দলাল হাজরা
জামিল ফিরদৌস
মহম্মদ বদরুদ্দোজা খান
তুষার ঘোষ
জামির মোল্লা
হিমাংশু দাস
অভয় মুখোপাধ্যায়
প্রদীপ রায়
বিলাসবালা সহিস
কণীনিকা ঘোষ
মধুজা সেনরায়
গৌতম ঘোষ
শ্যামলী প্রধান
সৈয়দ হুসেন
অলকেশ দাস
পরেশ পাল
সর্বানীপ্রসাদ সাঁতরা
ময়ূখ বিশ্বাস
মীনাক্ষী মুখোপাধ্যায়
সৃজন ভট্টাচার্য
প্রতিকুর রহমান
কিশোর দাস
তরুণ বন্দ্যোপাধ্যায়
মণিদীপা ঘোষ
পার্থ মুখোপাধ্যায়
সুশান্ত ঘোষ
প্রদীপ সরকার
শেখ ইব্রাহিম
আত্রেয়ী গুহ
ধ্রুবজ্যোতি সাহা
গীত হাঁসদা
সুদীপ সেনগুপ্ত
নীরাপদ সর্দার
শেখ হাসিনা
উত্তম পাল
শতরূপ ঘোষ
আরও পড়ুন: এই স্কিমে পান দেড় কোটি টাকা, রিটায়ারমেন্টের পর দারুণ কাজে লাগবে

Advertisement

 

Advertisement