scorecardresearch
 

Death in Gym: জিম করার সময় হঠাত্‍ বুকে ব্যথা, বাঁশদ্রোণীর তরুণীর মৃত্যু

Death in Gym: জিমে গিয়ে বিপত্তি। ওয়ার্কআউট করতে করতেই মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান বছর ২০-র এক তরুণী। মঙ্গলবার ঘটনাটি ঘটে বাঁশদ্রোণীর একটি জিমে। ঘটনায় শোকের ছায়া তরুণীর পরিবারে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • জিমে গিয়ে বিপত্তি
  • ওয়ার্কআউট করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তরুণী
  • বাঁশদ্রোণীর তরুণীর মৃত্যু

Death in Gym: জিমে গিয়ে বিপত্তি। ওয়ার্কআউট করতে করতেই মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান বছর ২০-র এক তরুণী। মঙ্গলবার ঘটনাটি ঘটে বাঁশদ্রোণীর একটি জিমে। ঘটনায় শোকের ছায়া তরুণীর পরিবারে।

জানা যায়, মৃত তরুণীর নাম ঋত্বিকা দাস। ওয়ার্কআউট করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তরুণী। বুকে ব্যথা হয় বলে জানান। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মাস তিনেক আগে জিমে ভর্তি হয়েছিলেন ঋত্বিকা। ওজন বেড়ে যাওয়ার কারণে জিমে ভর্তি হওয়ার বায়না ধরেছিলেন। সেইমতো জিমে ভর্তিও হন তিনি। ঋত্বিকার পরিবার এক সংবাদমাধ্যমকে জানান, এর আগেও ক্লাস ইলেভেনে পড়তে একবার মাথা ঘুরে পড়ে গিয়েছিল সে। কিন্তু তারপর আর এমন ঘটনা ঘটেনি।

আরও পড়ুন, Mangal Gochar 2022: রাশি বদলাচ্ছে মঙ্গল, আজ থেকে ভাগ্য খুলছে ৩ রাশির, সতর্ক থাকুন এই রাশিরা

মৃতা তরুণীর বাবা পেশায় অটোচালক। তাঁর অবশ্য দাবি, মেয়ের কোনও অসুখ ছিল না। কীকরে আচমকা এই ঘটনা ঘটল তা নিয়ে দিশাহীন পরিবার। অকস্মাৎ মেয়ের প্রাণ হারানোয় ভেঙে পড়েছে পরিবার। 

যদিও এমন ঘটনা নজিরবিহীন নয়। অতীতে এর আগেও এমন বহু সেলেব্রিটিদের দেখা যায় জিম করতে গিয়ে প্রাণ হারাতে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে ঋত্বিকার কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement