পরিষেবা চালুর অপেক্ষায় রয়েছে জোকা-তারাতলা মেট্রো। কিন্তু তার আগে কোন স্টেশনে কত ভাড়া কত হবে, তার তালিকা প্রকাশ করল কলকাতা মেট্রো রেল। আপাতত জোকা-তারাতলা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা ভাড়া পড়বে। সর্বনিম্ন ভাড়া থাকছে পাঁচ টাকা।
শুক্রবার মেট্রো রেলওয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুটের (পার্পল লাইন) জোকা-তারাতলা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা খুব শীঘ্রই শুরু হবে। প্রথম বাণিজ্যিক পরিষেবার জন্য জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই রুটের ভাড়া কাঠামোয় অনুমোদন দিয়েছে রেলওয়ে বোর্ড। এই রুটে যাতায়াতের জন্য ন্যূনতম পাঁচ টাকা ভাড়া পড়বে। সর্বোচ্চ ভাড়া পড়বে ২০ টাকা।'
ট্যুরিস্ট স্মার্টকার্ডের ক্ষেত্রে ছাড়
১) টাইপ ১, খরচ পড়বে ২৫০ টাকা। সিকিউরিটি ডিপোজিট হিসেবে ৮০ টাকা রাখতে হবে। তিনদিন মেয়াদ থাকবে (আনলিমিটেড)।
২) টাইপ ২, ৫৫০ টাকা লাগবে। সিকিউরিটি ডিপোজিট হল ৮০ টাকা। মেয়াদ পাঁচদিনের (আনলিমিটেড)।
জোকা থেকে তারাতলার দূরত্ব ৬.৫ কিলোমিটার। যাত্রাপথে (প্রান্তিক স্টেশন ধরে) মোট ছ'টি স্টেশন আছে - জোকা, ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।
'ওয়ান ট্রেন সিস্টেম' অনুযায়ী জোকা-তারাতলার মধ্যে মেট্রো চলবে। অর্থাৎ জোকা থেকে একটি মেট্রো ছাড়বে। তা তারাতলা হয়ে ফের জোকায় ফিরবে। এই মেট্রো পথ চালু হলে কলকাতাবাসীর যাতয়াত ব্যবস্থা আরও সুগম হবে। যানজট এড়ানো যাবে অনেকটাই।
আরও পড়ুন: ফের কমবে রাতের তাপমাত্রা, শীতের আমেজ ফিরছে বঙ্গে